shono
Advertisement
Hooghly

ধর্ষণের চেষ্টার অভিযোগ, ব্যক্তির গোপনাঙ্গে ব্লেড চালাল নির্যাতিতা! রক্তারক্তি কোন্নগরে

মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 01:38 PM Dec 17, 2024Updated: 01:42 PM Dec 17, 2024

সুমন করাতি, হুগলি: রিসেপশনিস্টের চাকরির নামে ডেকে, দরজা বন্ধ করে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। 'আত্মরক্ষা'র স্বার্থে ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গ কেটে দিলেন মহিলা। অভিযুক্তকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবারে ঘটনাটি ঘটে হুগলির কোন্নগরে। তদন্তে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিপ্লব দত্ত। তিনি আদতে চুঁচুড়ার বাসিন্দা হলেও, বিগত দুই বছর ধরে কোন্নগর মনসাতলা সংলগ্ন এলাকায় শান্তিরঞ্জন কর্মকারের বাড়িতে ভাড়া থাকেন। সেখানেই এসি, টিভি রিপেয়ারিং ও কিচেন চিমনি রিপেয়ারিংয়ের কাজ করেন তিনি। সেই সূত্রেই উত্তরপাড়ার এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। ঘটনার দিন নির্যাতিতাকে চাকরি দেওয়ার নামে ভাড়া বাড়িতে ডাকেন বলে জানা গিয়েছে। স্বামীকে সঙ্গে নিয়ে সেখানে যান মহিলা। বাইরে দাঁড়িয়ে ছিলেন তাঁর স্বামী। মহিলা ঘরের ঢোকার খানিক পরই স্থানীয়রা শোরগোল শুনতে পেয়ে এসে দেখেন, রক্তারক্তি কাণ্ড। দেখতে পান, এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় এবং ওই ব্যক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। তাঁর গোপনাঙ্গ রক্তে ভাসছে। পুলিশ এসে আহত অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত আশঙ্কাজনক অবস্থায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। মহিলা ও তাঁর স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মহিলার অভিযোগ, ঘরে ঢুকতেই দরজার ছিটকিনি আটকে দেয় অভিযুক্ত। কেন দরজা বন্ধ করেছে জিজ্ঞাসা করায় অভিযুক্ত বলেন, মশা ঢুকছে। মহিলা চেয়ারে বসে মোবাইল ঘাঁটতে থাকেন। তাঁর পিছনে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ নগ্ন হয়ে মহিলাকে জাপটে ধরেন ওই ব্যক্তি। অভিযোগ, তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। মহিলা তাঁর হাত থেকে বাঁচতে একটি ব্লেড নিয়ে তাঁর যৌনাঙ্গে চালিয়ে দিয়ে দরজা খুলে বাঁচাও- বাঁচাও চিৎকার করে বেরিয়ে আসেন। পুলিশ সূত্রের খবর, মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিসেপশনিস্টের চাকরির নামে ডেকে, দরজা বন্ধ করে মহিলাকে ধর্ষণের চেষ্টা!
  • আত্মরক্ষার স্বার্থে ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গ কেটে দিলেন মহিলা।
  • অভিযুক্তকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবারে ঘটনাটি ঘটে হুগলির কোন্নগরে। ঘটনার তদন্তে পুলিশ।
Advertisement