shono
Advertisement
Howrah

হাওড়া ময়দানে ল্যাম্পপোস্টে স্কুলবাসের ধাক্কা, মৃত্যু মহিলার

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 05:36 PM Mar 28, 2025Updated: 05:36 PM Mar 28, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: মর্মান্তিক পথ দুর্ঘটনা হাওড়া ময়দান এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি স্কুলের বাস রাস্তার ধারের ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। দুর্ঘটনায় মারা গেলেন এক মহিলা। আরও চারজন জখম হয়েছেন বলে খবর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুরে হাওড়া ময়দান চত্বরের রাস্তা দিয়ে একটি স্কুল বাস যাচ্ছিল। রাস্তায় বাঁক নেওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। গুরুতর জখম হন পাঁচজন। জখমদের দ্রুত উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। তাঁদের শারীরিক অবস্থাও গুরুতর বলে জানা গিয়েছে।

কিন্তু কীভাবে হল এই দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দ্রুতগতিতে বাসটি এসে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। বাসটি কি দ্রুতগতিতে ছিল? নাকি কোনওভাবে ব্রেক ফেল করেছে? সেই প্রশ্ন উঠেছে। স্কুলবাসে পড়ুয়ারা যাতায়াত করে। বাসের গতি কতটা ছিল সেই প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। জখমদের ও মৃতার নাম, পরিচয় জানার চেষ্টা চলছে। কীভাবে দুর্ঘটনা ঘটল? সেই তদন্ত শুরু করেছে পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় এলাকায় সাময়িক যানজট দেখা দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মর্মান্তিক পথ দুর্ঘটনা হাওড়া ময়দান এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি স্কুলের বাস রাস্তার ধারের ল্যাম্পপোস্টে ধাক্কা মারে।
  • দুর্ঘটনায় মারা গেলেন এক মহিলা। আরও চারজন জখম হয়েছেন বলে খবর।
  • ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup #IPL18 toolbarvideo শোনো toolbarshorts রোববার