shono
Advertisement
Siliguri

চলন্ত স্কুলবাসের চাকা খুলে বিপত্তি! শিলিগুড়ির দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে বাসের 'ফিটনেস'

বেসরকারি স্কুলবাসের রক্ষণাবেক্ষণে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না, অভিযোগ অভিভাবকদের।
Published By: Sucheta SenguptaPosted: 04:26 PM Apr 01, 2025Updated: 07:38 PM Apr 01, 2025

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: ভয়াবহ দুর্ঘটনা শিলিগুড়িতে। চলন্ত স্কুলবাসের চাকা খুলে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা। মঙ্গলবার শিলিগুড়ি শহরের জলপাই মোড় এলাকার ঘটনা। তখনও তন্দ্রা কাটেনি। সবে ঘুম থেকে উঠে, টিফিন করে, স্কুল ইউনিফর্ম গায়ে গলিয়ে, বইয়ের ব্যাগ পিঠে নিয়ে স্কুলবাসে উঠে বসেছে পড়ুয়ারা। অনেকে ঝিমোচ্ছিল। আবার কেউ কেউ সহপাঠীদের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। এমন সময় হঠাৎ প্রবল ঝাঁকুনি, বিকট শব্দ। তারস্বরে চিৎকার জুড়ে দেয় বাসে সওয়ার বেসরকারি স্কুলের পড়ুয়ারা। জানালায় চোখ রেখে তারা দেখতে পায়, মাঝরাস্তায় খুলে পড়েছে বাসের পিছনের দুটি চাকার যন্ত্রাংশ। বাসটি রাস্তার মাঝে থমকে দাঁড়িয়ে আছে। যদিও ওই অবস্থায় কিছুক্ষণ চলার পর চালকের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বাস থামতেই হাঁপ ছেড়ে বাঁচে প্রত্যেকে। মঙ্গলবার সকালে এমনই ঘটনার সাক্ষী রইল শহর শিলিগুড়ি। এদিন বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও শহরের স্কুল বাসগুলোর ফিটনেস নিয়ে প্রশ্ন ফের উসকে দিয়েছে।

জানা গিয়েছে, সকাল ন'টা নাগাদ ফুলবাড়ির একটি বেসরকারি স্কুলবাস জনা ২০ পড়ুয়াকে নিয়ে শিলিগুড়ি শহরের জলপাই মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। প্রবল ঝাঁকুনি শুরু হয় গাড়িতে। চালক বেগতিক পরিস্থিতি বুঝে গাড়ির গতি কমিয়ে আনেন। ঠিক তখনই মাঝ রাস্তায় খুলে যায় বাসের পিছনের দুটি চাকার যন্ত্রাংশ অর্থাৎ ডিফেনসন। ওই অবস্থায় বিকট শব্দ করে রাস্তা দিয়ে ঘষটে কিছু দূরে চলে বাসটি। ভিতরে তখন আতঙ্কিত স্কুল পড়ুয়াদের পরিত্রাহি চিৎকার। চালক ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খুলে যাওয়া চাকা ও বাসের দূরত্ব তখন প্রায় ২০ মিটার। ঝাঁকুনিতে বাসে থাকা পড়ুয়াদের কয়েকজন আহত হলেও আঘাত গুরুতর ছিল না।

Advertisement

সাতসকালে এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় শহরে। খবর পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ি ট্রাফিক পুলিশের আধিকারিকরা এবং শিলিগুড়ি থানার পুলিশ। বাসটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি। আহত পড়ুয়াদের চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। বেসরকারি স্কুলটির তরফে পরে বিকল্প বাসের ব্যবস্থা করে অন্য পড়ুয়াদের স্কুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী গৌতমচন্দ্র মহন্ত জানান, “বাস মেরামতির অভাবে এই ঘটনা ঘটেছে। বেসরকারি স্কুলবাসগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে বারবার প্রশ্ন উঠছে কিন্তু সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

ঘটনার পর ক্ষোভ উগরে দেন স্থানীয়দের পাশাপাশি অভিভাবকদের একাংশ। তাঁদের অভিযোগ, বাসের ফিটনেস ঠিক না থাকা এবং রক্ষণাবেক্ষণ ঠিকঠাক না হওয়ার জন্য এই দুর্ঘটনা। পড়ুয়াদের জীবন এভাবে ঝুঁকির মুখে ফেলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিলিগুড়িতে চলন্ত স্কুলবাসের চাকা খুলে বিপত্তি।
  • অল্পের জন্য প্রাণে বাঁচল পড়ুয়ারা।
  • এই দুর্ঘটনায় বেসরকারি স্কুলবাসগুলির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।
Advertisement