ভয় দেখিয়ে আদিবাসী কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। একাধিকবার নির্যাতনে ওই কিশোরী অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে বলে খবর। এই মুহূর্তে সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) শামুকতলায়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম দীপঙ্কর মাহালি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শামুকতলার ধওলাঝোরা চা বাগান এলাকায়। ওই এলাকাতেই বাড়ি নির্যাতিতা কিশোরীর। পরিবার সূত্রে খবর, দিন কয়েক ধরেই অসুস্থ ছিল ওই নাবালিকা। আরও অসুস্থ হলে আলিপুরদুয়ার (Alipurduar) জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। শারীরিক পরীক্ষার পর হাসপাতাল থেকে জানানো হয় ওই নাবালিকা অন্তঃসত্ত্বা। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়েছিল। তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
সেসময়ই পরিবারের সদস্যদের কাছে ওই নাবালিকা জানায় ওই ঘটনার কথা। অভিযোগ, পেশায় চা বাগানের ট্রাক্টর চালক দীপঙ্কর ওই কিশোরীকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে। কাউকে কিছু বললে পরিনাম খারাপ হবে, সেই ভয়ও দেখানো হয়! সেজন্য কাউকে কিছু না বলে মুখবন্ধ করে রাখে ওই নির্যাতিতা। নির্যাতনের জন্য সে অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী ছ'মাসের অন্তঃসত্ত্বা ছিল। সেজন্যই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ঘটনার বিষয়ে আগে কিছু বুঝতেও পারেনি পরিবারের লোকজন।
জানা গিয়েছে, হাসপাতালে মৃত সন্তান প্রসব করেছে ওই কিশোরী। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনা জানাজানির পরই পুলিশে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়েই পুলিশ দ্রুত ওই যুবককে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার মা।
