আজব কাণ্ড। অনশন মঞ্চে উঠে সিধো-কানহোর প্রতিকৃতিতে প্রণাম করে নেতার মোবাইল ফোন নিয়ে এক ছুট যুবকের! কেউ কিছু বুঝে ওঠার আগেই কার্যত পগার পার সে। আজ, শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানে জেলাশাসকের দপ্তরের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
চক্রান্ত করে এসআইআর-এ আদিবাসীদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে আমরণ অনশনের ডাক দিয়েছে তৃণমূলের আদিবাসী সেল। সংগঠনের রাজ্য চেয়ারম্যান দেবু টুডু ও পূর্ব বর্ধমান জেলা সভাপতি তারক টুডু অনশনে বসেছেন। এদিন ছিল অনশনের সপ্তম দিন। প্রতিদিনই বিভিন্ন মানুষজন অনশন মঞ্চে আসেন। অনশনকারীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এদিনও অনেকেই এসেছিলেন। আজ, শনিবার দুপুরে এক যুবক সিঁড়ি দিয়ে অনশন মঞ্চে ওঠেন। অনেক সাধারণ মানুষই মঞ্চে উঠছেন কয়েকদিন ধরে। তাই ওই যুবককেও আটকানো হয়নি! মঞ্চে উঠেই গুটিগুটি পায়ে সিধো-কানহোর প্রতিকৃতির সামনে গিয়ে প্রণাম করে। তারপর সিঁড়ি দিয়ে নামার সময় আচমকাই দেবু টুডুর মোবাইল ফোন তুলে নিয়ে মঞ্চের পিছনের রাস্তা দিয়ে দৌড়ে পালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই উধাও হয়ে যায় সে।
ঘটনাটি ঠিক কী হয়েছে, বুঝতেই অনেকের সময় লাগে। দেবু টুডুও হতবাক হয়ে গিয়েছিলেন। পরে খবর দেওয়া হয় পুলিশে। দেবু টুডু বলেন, "আমি মঞ্চে বসেছিলাম। সামনেই মোবাইলটা রাখা ছিল। ওই ছেলেটা সামনে দিয়ে এল। আমি মনে করলাম, সবাই যেমন অনশন কর্মসূচিতে সমর্থনে আসছে তেমনই কেউ হবে। ছেলেটা আমার পাশ দিয়ে গিয়ে সিধো-কানহোর প্রতিকৃতিতে প্রণাম করে। নামার সময় আমার মোবাইলটা তুলে নিয়ে চলে গেল। চিনিও না ছেলেটাকে।" মঞ্চে থাকা অন্যরাও হতচকিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান মোবাইল ফোন উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ।
