shono
Advertisement

আত্মঘাতী উঠতি টলি অভিনেত্রী

Bengali Actress Puja Aich commits Suicide The post আত্মঘাতী উঠতি টলি অভিনেত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:22 PM Jul 20, 2016Updated: 02:55 PM Jul 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আত্মহত্যার ঘটনা টলিউডে৷ দিশা গঙ্গোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছিল টলিউডে৷ বছর ঘুরতে না ঘুরতে আবারও এক অভিনেত্রীর আত্মহত্যার ঘটনা ঘটল টলিপাড়ায়৷ মৃতা অভিনেত্র্রীর নাম পূজা আইচ৷ বিভিন্ন ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতেন তিনি৷ গত ১১ জুলাই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি৷ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়৷ আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে৷

Advertisement

ছবিতে ও সিরিয়ালে ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন পূজা৷  জানা যাচ্ছে, অভিনেত্রী হিসেবে কেরিয়ার এগিয়ে নিতে চাওয়ার ক্ষেত্রেই সমস্যা হচ্ছিল৷ ২০১৪ সালে বিয়ে হয় পূজার৷ তাঁর স্বামীও অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত৷ তবে শ্বশুরবাড়ির লোকেরাই পূজার অভিনয়ের ক্ষেত্রে সমস্যা করত বলে জানা গিয়েছে৷ পূজার বাবা প্রদীপ আইচ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, তাঁর মেয়ের উপর দিনের পর দিন চলত শারীরিক ও মানসিক অত্যাচার৷ এর জেরেই পূজা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তোলেন প্রদীপবাবু৷

The post আত্মঘাতী উঠতি টলি অভিনেত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement