shono
Advertisement

অস্কার মনোনয়নের দৌড়ে বাংলা তথ্যচিত্র ‘সোনার খাঁচা: দ্য গোল্ডেন কেজ’

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও খেতাব জিতেছে এই তথ্যচিত্র।
Posted: 01:00 PM Sep 15, 2023Updated: 01:00 PM Sep 15, 2023

প্রিয়ক মিত্র: বাংলা ছবি অস্কার মনোনয়নের দৌড়ে। প্রত‌্যয় সাহার শর্ট ফিল্ম ‘সোনার খাঁচা: দ‌্য গোল্ডেন কেজ’-এর প্রিমিয়ার হতে চলেছে ক‌্যালিফোর্নিয়ায়, যার ফলে অ‌্যাকাডেমি অ‌্যাওয়ার্ডসের প্রতিযোগিতার জন‌্য বিবেচিত হবে এই ছবিটি। এর আগে ফিচার ফিল্ম ‘দোস্তোজি’-ও এই যাত্রাপথে শামিল হয়েছে। বিগত বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও খেতাব জিতেছে ‘সোনার খাঁচা’।। ছবিটি ১৯৮৯ সালের প্রেক্ষাপটে একটি পিরিয়ড পিস। প্রত‌্যয় বলছেন, ‘আমার এক বন্ধু, ভিক্টর মুখোপাধ‌্যায়ের গল্প থেকে অনুপ্রাণিত হই এই ছবির চিত্রনাট‌্য লিখতে।

Advertisement

[আরও পড়ুন: ‘রাজত্ব বজায় থাকুক’, ‘জওয়ান’ দাপটে মুগ্ধ সোনু সুদ, আপ্লুত শাহরুখের মন্তব্য, ‘ভাইকে পেলাম’]

ঠিক বিশ্বায়নের আগের কলকাতার গল্প বলে এই ছবি, যেখানে পুরনো বাড়িগুলো প্রোমোটারদের কাছে জলের দরে বিক্রি হয়ে যাচ্ছিল।’ ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে অনশুলিকা কাপুর, শৌনক সেন বরাট ও দেবপ্রসাদ হালদারকে। সংগীত পরিচালনা করেছেন সঞ্জীব টি., যিনি এ. আর. রহমানের লিড গিটারিস্ট। শৌনক সেন বরাট এই ছবির কস্টিউম ডিজাইনারও। এই ছবিতে পুরনো বাড়ি থেকে শাড়ির পাড় বা খবরের কাগজ– সব ধরনের ডিটেলে আটের দশককে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে, জানালেন পরিচালক। এরপর ১৯২৪ সালের কাকোরির ঘটনার প্রেক্ষিতে ‘নাইনটিন টোয়েন্টি ফোর’ নামে একটি শর্ট ফিল্ম মুক্তি পাবে পরিচালকের। চলছে ফিচার ফিল্মের প্রস্তুতিও।

[আরও পড়ুন: ‘প্রধান’ প্রায়োরিটি মা, শুটিংয়ের ফাঁকে মূর্তি নদীর জলে নেমে ক্যামেরায় পোজ দেবের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement