shono
Advertisement

Breaking News

চন্দ্রযানের পর এবার সূর্য অভিযানেও বাংলার জয়ন্ত, গর্বিত বাবা-মা

চন্দ্রযানে বিক্রম ল্যান্ডারকে সফট ল্যান্ডিংয়ের দায়িত্বে ছিলেন জয়ন্তবাবু।
Posted: 11:30 AM Sep 02, 2023Updated: 11:41 AM Sep 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশে ফের নতুন ইতিহাস রচনার পথে ইসরো। চন্দ্রযানের পর এবার সূর্য অভিযান। আর তাতেই নাম জুড়েছে বাঙালি বিজ্ঞানী জয়ন্ত পালেরও। বিক্রম ল্যান্ডারকে সফট ল্যান্ডিংয়ের পর এবার সূর্য অভিযানই চ্যালেঞ্জ তাঁর। ছেলের সাফল্যে গর্বিত বাবা-মা।

Advertisement

বসিরহাটের বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে বেড়ে ওঠা জয়ন্ত পালের। বাবা অর্ধেন্দু পাল ব্যবসায়ী। তবে আয় সামান্য। সংসার তেমন স্বচ্ছল নয়। ছোট থেকে মেধাবী জয়ন্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন অনেকে। তবু নিজেকে প্রমাণ করার ‘খিদে’ই তাঁকে দেখিয়েছে সাফল্যের পথ। উচ্চশিক্ষার পর এখন গবেষক জয়ন্ত পাল।

[আরও পড়ুন: ‘রিভলবারের একটি গুলিই যথেষ্ট’, সৌরভের গ্রেপ্তারিতে যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি]

চন্দ্রযানে বিক্রম ল্যান্ডারকে সফট ল্যান্ডিংয়ের দায়িত্বে ছিলেন জয়ন্তবাবু। সে কাজে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। আর তার জেরেই এবার সূর্য অভিযানেও নাম জুড়েছে তাঁর। ছেলের সাফল্যে গর্বিত বাবা-মা। দেশের জন্য আরও ভাল ভাল কাজ করুন জয়ন্ত, একটাই চাওয়া তাঁর বাবা-মায়ের। সূর্য অভিযানেও সাফল্য আসুক, এভাবেই বসিরহাটের রামচন্দ্রপুর গ্রামের নাম উজ্জ্বল করুন জয়ন্ত, চাইছেন তাঁর প্রতিবেশীরাও।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: পরকীয়ার ‘শাস্তি’, বধূকে মারধর করে চুল কেটে নিল শ্বশুরবাড়ির লোকজন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার