shono
Advertisement

Breaking News

Bengali Serial TRP

TRP তালিকায় ফের বদল, সাহেব-সুস্মিলির 'কথা'কে টপকে সেরা কোন ধারাবাহিক?

'জগদ্ধাত্রী' এবারে কোন জায়গা পেল?
Published By: Suparna MajumderPosted: 05:26 PM May 24, 2024Updated: 05:26 PM May 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ভোট, অন্যদিকে আইপিএল। জোড়া ফলায় বিদ্ধ বাংলা সিরিয়ালের টিআরপি। চলতি সপ্তাহে সেরা সিরিয়ালের নম্বর সাতেরও নিচে। এদিকে আবার স্টার জলসার সিরিয়ালকে টেক্কা জি বাংলার ধারাবাহিকের। গত সপ্তাহের সাহেব-সুস্মিলির 'কথা' ছিল এক নম্বরে। এ সপ্তাহে সেই জায়গার দখল নিয়েছে 'নিম ফুলের মধু'।

Advertisement

এ সপ্তাহের টিআরপি তালিকায় 'নিম ফুলের মধু'র প্রাপ্ত নম্বর ৬.৯। এই সিরিয়ালে স্মৃতি হারানোর পরও স্বমহিমায় পর্ণা। দত্ত বাড়ির সবাইকে সোজা পথে আনতে নিত্যনতুন কাণ্ড ঘটাচ্ছে সে। এদিকে পর্ণার স্মৃতি ফেরানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে সৃজন। এর মধ্যেই আবার ইশা-সুইটিদের ষড়যন্ত্র চলছে। রোহিত-ফুলকির গল্প এ সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রাপ্ত নম্বর ৬.৫। এই সিরিয়ালে এবার দেখা যাবে রোহিতের 'কলঙ্কমোচন' অধ্যায়। 

[আরও পড়ুন: অসুস্থ শাহরুখের যত্ন নিচ্ছেন অমিতাভের নাতি, সুহানা-অগস্ত্যর প্রেমে সিলমোহর!]

সাহেব-সুস্মিলির 'কথা' সিরিয়ালকে এ সপ্তাহে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৩। আপাতত টানটান তিন দিনের গল্পে আছে 'কথা'। এই সিরিয়ালে অগ্নিভর জন্য চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যায় কথা। এদিকে আবার মিহিরের কাণ্ড কারখানা জানতে পেরে যায় অরুণ।

এ সবের মধ্যেই চতুর্থ স্থানে যৌথভাবে জায়গা পেয়েছে 'কোন গোপনে মন ভেসেছে' ও 'গীতা এলএলবি'। এক সময় টানা এক নম্বর জায়গা দখল করে রাখত 'জগদ্ধাত্রী'। এই সিরিয়ালকে এখন পঞ্চম স্থানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। একই অবস্থা 'অনুরাগের ছোঁয়া'র। ষষ্ঠ স্থানে রয়েছে এই সিরিয়াল। সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে রয়েছে 'জল থই থই ভালোবাসা' এবং 'রোশনাই'। দশম স্থানটি দখল করেছে 'আলোর কোলে' ধারাবাহিক।

[আরও পড়ুন: প্রেগনেন্সি ‘বিতর্কে’ নিন্দুকদের কাঁচকলা দেখালেন দীপিকা! মোক্ষম জবাব হবু মায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত সপ্তাহের সাহেব-সুস্মিলির 'কথা' ছিল এক নম্বরে।
  • এ সপ্তাহে সেই জায়গার দখল নিয়েছে 'নিম ফুলের মধু'।
Advertisement