shono
Advertisement
Jeet

পায়ের উপর পা, প্রাণ জুড়ানো হাসি, ছেলের মিষ্টি ছবি শেয়ার করলেন জিৎ

Published By: Suparna MajumderPosted: 04:17 PM Jun 14, 2024Updated: 04:17 PM Jun 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের অক্টোবর মাসে দিয়েছিলেন সুখবর। জানিয়েছিলেন ছেলের জন্মের কথা। এতদিনে দ্বিতীয় সন্তানের মুখ দেখালেন সুপারস্টার জিৎ (Jeet)। ছেলের নাম রোনাভ রেখেছেন জিৎ ও তাঁর স্ত্রী মোহনা। যেমন নাম, তেমনই মিষ্টি মুখ। এমনটাই বলছেন অনুরাগীরা।

Advertisement

তিনটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন জিৎ। যার একটি রোনভ পুরো 'বস'-এর মেজাজেই রয়েছে। পায়ের উপর পা তুলে বসে রয়েছে জিৎপুত্র। হাসি তার প্রাণ জুড়ানো। আরও দুটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন জিৎ। একটিতে তিনি, মোহনা, নবন্যা ও রোনাভ রয়েছেন, অন্যটিতে সুপারস্টারের গোটা পরিবারকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে জিৎ জানান, ১৪ জুন দিনটা তাঁর কাছে বিশেষ। তাই এই দিনটাকে স্মরণীয় করে রাখতেই তিনি রোনভের ছবি শেয়ার করেছেন।

 

[আরও পড়ুন: ভেজা শরীরে সিগারেটে সুখটান বিক্রমের, ভিডিও শেয়ার করে বিশেষ ঘোষণা অভিনেতার]

কিন্তু এই দিনটা কেন এত বিশেষ জিতের কাছে? তাঁর উত্তরও সোশাল মিডিয়ায় দিয়েছেন তিনি। ২২ বছর আগে, অর্থাৎ ২০০২ সালের ১৪ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছিল 'সাথী'। সুপারহিট সেই সিনেমা দিয়েই টলিপাড়ায় যাত্রা শুরু করেছিলেন জিৎ। তার পর নানা চড়াই-উতরাই পেরিয়ে স্টারডম। অভিনেতা থেকে প্রযোজক হওয়া। কোনওরকম আপস না করে নিজের শর্তে সিনেমা তৈরি করা।

২০০৯ সালে ১৪ জানুয়ারি আবারও জিতের জীবনের মোড় ঘুরে যায়। এদিনই নিজের বাস্তব জীবনের সাথী মোহনাকে পান তারকা। পেশায় স্কুল শিক্ষিকা মোহনা। ২০১১ সালে তাঁর সঙ্গে গাঁটছড়া বাঁধেন জিৎ।আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান টলিউডের এই সুপারস্টার। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার প্রথম সন্তানের জন্ম হয়। মেয়ের নাম নবন্যা রাখেন জিৎ। গত বছরের ১৬ অক্টোবর মোহনার কোল আলো করে আসে রোনভ। জিৎ ভক্তদের মতে, ছেলের হাসি বাবার মতোই।

[আরও পড়ুন: ‘১২ বছরের অপেক্ষা…’, শিবপ্রসাদের পোস্টে ‘বহুরূপী’ নিয়ে আবেগঘন বার্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছরের অক্টোবর মাসে দিয়েছিলেন সুখবর। জানিয়েছিলেন ছেলের জন্মের কথা।
  • এতদিনে দ্বিতীয় সন্তানের মুখ দেখালেন সুপারস্টার জিৎ।
Advertisement