shono
Advertisement

‘চুর চুর হো জায়েগা’, রেড রোডের নমাজে বিজেপিকে হুঁশিয়ারি মমতার

ইভিএম লুটের অভিযোগেও গেরুয়া শিবিরকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী৷ The post ‘চুর চুর হো জায়েগা’, রেড রোডের নমাজে বিজেপিকে হুঁশিয়ারি মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:24 AM Jun 05, 2019Updated: 12:46 PM Jun 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিল রেড রোডের নমাজ পাঠের বিশেষ অনুষ্ঠান৷ কিন্তু সেই অনুষ্ঠানের মঞ্চেই লোকসভা নির্বাচনের প্রসঙ্গে টেনে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম না করে বিজেপিকে কড়া ভাষায় বিঁধলেন তিনি৷ হুঁশিয়ারি দিলেন যে বা যারা তাঁকে আক্রমণ করবে, তাকে চুরমার করে দেবেন৷ পাশাপাশি ইভিএম লুঠের অভিযোগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এদিন তোপ দাগেন তিনি৷ মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘‘যত তাড়াতাড়ি ইভিএম লুট করেছে, তত তাড়াতাড়ি চলেও যাবে৷’’

Advertisement

[ আরও পড়ুন: টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিলি! ছাত্র ভরতিতে নিয়মভঙ্গ যাদবপুরে]

অন্যান্য বছরের মতো এবারও ইদ উপলক্ষ্যে রেড রোডে নমাজ পাঠের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের মঞ্চ থেকে ধর্মনিরপেক্ষতার বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ নমাজ পাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণও করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘যে যা বলছে, যা করছে করতে দিন৷ কিছু বলার দরকার নেই৷ আমরা করে দেখাব৷ কাউকে ভয় না পেয়ে, আপনারা এগিয়ে চলুন৷ আমরা সফল হবই৷ রাজ্যকে রক্ষা করবই৷ ধ্বংস করতে দেব না৷ যে ধ্বংস করতে চাইবে, তাকে চুরমার করে দেব৷ ভয় পাবেন না৷ যত তাড়াতাড়ি ইভিএম লুট করেছে, তত তাড়াতাড়ি চলেও যাবে৷’’

[ আরও পড়ুন: ‘জয় বাংলা’ মেসেজে অতিষ্ঠ! মমতাকে জবাব দিলেন লকেট]

এক মাসের রমজান শেষে বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ৷ নতুন জামাকাপড় পরে মসজিদে মসজিদে চলছে নমাজ পাঠ৷ এদিন সকাল সকাল টুইটে মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তারপরই এই পোস্টের প্রেক্ষিতে টুইটারে উঠেছে ‘জয় শ্রীরাম’ কমেন্টের ঝড়৷ একের পর এক নেটিজেনরা ‘জয় শ্রীরাম’ কমেন্ট করেছেন ওই পোস্টে৷ 

শুধু মুখ্যমন্ত্রীই নন৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন৷

The post ‘চুর চুর হো জায়েগা’, রেড রোডের নমাজে বিজেপিকে হুঁশিয়ারি মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement