shono
Advertisement

ক্যারি ব্যাগের দাম ২০ টাকা! নামী সংস্থাকে ৩ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

ওই ক্রেতার দাবি, তাঁকে না বলেই ক্যারি ব্যাগের জন্য টাকা নেওয়া হয়েছিল।
Posted: 07:04 PM Oct 24, 2023Updated: 07:04 PM Oct 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারি ব্যাগের দাম ২০ টাকা! ক্রেতার থেকে ক্যারি ব্যাগের জন্য দাম নেওয়ার বড়সড় মূল্য চোকাতে হল সুইডিস আসবাব সংস্থা IKEA-কে। ক্ষতিপূরণ হিসেবে ওই ক্রেতাকে ৩ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিল আদালত।

Advertisement

ঘটনা বেঙ্গালুরুর। গত বছর ৬ অক্টোবর নাগাসান্দ্রায় IKEA-র শোরুমে গিয়েছিলেন সঙ্গীতা বোহরা নামের এক মহিলা। সেখান থেকে কয়েকটি জিনিস কেনার পর বিল দেওয়ার সময় একটি ক্যারি ব্যাগ চান তিনি। তখনই ক্যারি ব্যাগের মূল্য হিসেবে তাঁর থেকে ২০টাকা নেওয়া হয়। এরই বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা আদালতের দ্বারস্থ হয়েছিলেন সঙ্গীতা। এবার সেই মামলাতেই বেঙ্গালুরুর আদালত কড়া নির্দেশ দিল। IKEA-কে সাফ জানিয়ে হয়েছে, সঙ্গীতাকে ক্ষতিপূরণ হিসেবে তিন হাজার টাকা দিতে হবে।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে ‘অবৈধ’ মাদ্রাসাগুলোকে গুনতে হবে দৈনিক ১০ হাজার টাকা জরিমানা!]

সঙ্গীতা জানান, তাঁকে না জানিয়েই ওই ক্যারি ব্যাগের জন্য টাকা কেটে নিয়েছিলেন সংস্থার কর্মীরা। এমনকী পরে যখন তিনি জেনে এর বিরোধিতা করেন, তাতে আমল দেওয়া হয়নি। সংস্থার নাম প্রিন্ট করা পেপার ব্যাগের জন্য টাকা নেওয়ার বিরুদ্ধে এর পর ক্রেতাসুরক্ষা কমিশনে যান সঙ্গীতা। তাঁর সঙ্গে সহমত পোষন করে কমিশন জানায়, ক্রেতাদের থেকে ক্যারি ব্যাগের জন্য এই পরিমাণ অর্থ নেওয়া ঠিক নয়।

যদিও IKEA স্বপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছে, তারা নিজেদের লোগো ব্যবহার করে ক্রেতাদের ব্যাগ দেয় এবং তার জন্য নির্দিষ্ট টাকা নেওয়া হয়। যা কোনওভাবেই অযৌক্তিক নয়। তাছাড়া ক্রেতাকে বলেই ব্যাগের দাম নেওয়া হয়। অনেক কোম্পানিই এমনটা করে থাকে। তবে এবার আদালতের নির্দেশের পর এই সংস্থা কোন পথে হাঁটে, এখন সেটাই দেখার।

[আরও পড়ুন: বিজয়ার বিষাদের মাঝেই শুরু প্রতীক্ষা, আগামী বছর কবে পুজো? কটা ছুটি নষ্ট হবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement