সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit 2022)মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় এজেন্সি নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শিল্পপতিদের বিরক্ত করা হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনকড়কে এই বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে তদ্বির করার আরজিও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানের এই বক্তব্যের সমালোচনায় সরব বিরোধীরা।
বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আগামী বুধবার পর্যন্ত চলবে সম্মেলন। মোট ৪২টি দেশ অংশ নিয়েছে সম্মেলনে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। সবশেষে তিনি কেন্দ্রীয় সরকারকে খোঁচা দেন। ফের কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, “শিল্পপতিরা মুখ খুলতে পারেন না। আমরা কেন্দ্রের থেকে সমস্ত সাহায্য চাই। শিল্পপতিদের যেন এজেন্সি দিয়ে বিরক্ত করা না হয়। কেন্দ্রকে সেকথা জানানোর আবেদন জানাই রাজ্যপালকে।” এরপর হাসি মুখে মঞ্চ ছাড়েন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানের মন্তব্য শুনে হেসে ফেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
[আরও পড়ুন: বিশ্বের বৃহত্তম মন্দির তৈরি হবে মায়াপুরে! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা শিল্পপতি জিন্দলের]
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের শিল্প বিনিয়োগের পরিবেশের প্রশংসা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বলেন, “আজ রাজ্য যা ভাবে, কাল গোটা দেশ তাই ভাবে। বাংলা জ্ঞানের পীঠস্থান। দেশকে পথ দেখায়।” রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশের প্রশংসাও করেন রাজ্যপাল। তবে মুখ্যমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেননি রাজ্যের সাংবিধানিক প্রধান।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2022) মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর তরজা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীকে এই দায়িত্ব কে দিলেন? শিল্পপতিদের সামনে রেখে অন্য কেউ লাভবান হবে মনে করলে কেন্দ্রীয় এজেন্সি তো ব্যবস্থা নেবেই।” এই মঞ্চে একথা বলা উচিত হয়নি বলেই মত সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করতে গিয়ে রাজ্যে বিনিয়োগের পরিবেশ নেই বলে খোঁচা দিয়েছেন তিনি।