সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : শিবরাত্রির দিন কোয়েম্বাটুরে ‘আদিযোগী’ শিবমূর্তির উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর গলায় ছিল ময়ূরকণ্ঠী নীল রঙের একটি উত্তরীয়। যা বেশ নজর কাড়ে দেশবাসীর। সেই উত্তরীয়টিই চেয়ে শুক্রবার সন্ধ্যায় টুইট করেন শিল্পী তিওয়ারি নামে প্রধানমন্ত্রীর টুইটার পেজের এক ফলোয়ার। কিন্তু তারপর যা হল, তা একেবারে গল্প। ২১ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর সই করা একটি সাদা-কালো প্রিন্ট আউট-সহ সেই উত্তরীয় এসে হাজির হয় শিল্পীর বাড়িতে। উচ্ছ্বসিত শিল্পী ফের টুইট করে ধন্যবাদ জানান মোদিকে।
ঘটনার সূত্রপাত নিচের টুইটটি থেকে। শিবরাত্রির দিন এই টুইটটি করেন শিল্পী :
পরদিনই ফের টুইটারে শিল্পী জানান :
টুইটারে অভিযোগ পেয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বা রেলমন্ত্রী সুরেশ প্রভু-একাধিকবার সাধারণ মানুষের সমস্যার সমাধান করেছেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর এভাবে কোনও সাধারণ নাগরিকের ইচ্ছাপূরণের দৃষ্টান্ত সত্যিই নজিরবিহীন। আর প্রশংসনীয়ও বটে। শিল্পীর টুইটগুলি লাইক আর শেয়ারের বন্যা চলছে সোশাল মিডিয়ায়।
The post গলার উত্তরীয় চেয়েছিলেন এক ‘ভক্ত’, ইচ্ছেপূরণ করলেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.