shono
Advertisement

Breaking News

কৃষিজমিতে বিদ্যুতের গ্রিড তৈরির প্রতিবাদ, আন্দোলনে গ্রামবাসীরা

আন্দোলনে অংশ নিতে দেখা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়াকেও৷ The post কৃষিজমিতে বিদ্যুতের গ্রিড তৈরির প্রতিবাদ, আন্দোলনে গ্রামবাসীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:40 PM Jan 11, 2017Updated: 06:10 PM Jan 11, 2017

স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: প্রস্তাবিত বিদ্যুতের গ্রিড তৈরিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়৷ রাস্তায় গাছের গুড়ি ফেলে প্রতিবাদে সামিল হন গ্রামবাসীরা৷ আন্দোলনে অংশ নিতে দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়াকে৷

Advertisement

সম্প্রতি মাছিভাঙা এলাকায় পাওয়ার গ্রিড কর্পোরেশন ৩০০ কেবির সাবস্টেশন তৈরি করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার৷ সেই জমিতে খুঁটি বসানোর কাজও শুরু হয়ে যায়৷ তখনই প্রতিবাদ জানান গ্রামবাসীরা৷ তাঁদের দাবি, কৃষিজমিতে বিদ্যুতের গ্রিড বসানো চলবে না৷ এতে কৃষিকাজের ক্ষতি হবে৷ পরিবেশের ভারসাম্য রক্ষা হবে৷ এর প্রতিবাদেই পোলের হাট এলাকায় লাউহাটি-হাড়োয়া রাজ্যসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ জানাতে থাকেন গ্রামবাসীরা৷ বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়৷ গ্রামবাসীদের সঙ্গে প্রতিবাদে সামিল হতে দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়াকেও৷ পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়৷

আরও পড়ুন –

বন্ধ শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল

শুঁড় দিয়ে পেঁচিয়ে মহিলাকে ছিন্নভিন্ন করল মত্ত দাঁতাল

অসাড় শরীর নিয়ে ৩ বছরের চেষ্টায় রাস্তা বানালেন এই প্রৌঢ়

The post কৃষিজমিতে বিদ্যুতের গ্রিড তৈরির প্রতিবাদ, আন্দোলনে গ্রামবাসীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement