সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূত নিয়ে ছবি কম হয়নি। বাংলা ছবিতেও একাধিকবার দর্শন দিয়েছেন ভূত মহাশয়। সেই কোনকালে সত্যজিৎ রায় ভূতের রাজার গল্প বলেছিলেন, সেই থেকে ভূত বাঙালির কাছে শুধু ভয়ের নয়, মজারও। সেই আমেজ বাঙালির মধ্যে অনেকটা ফিরে এনেছিল অনীক দত্তের ‘ভূতের ভবিষ্যত’। এবার ফের সেই মজার ভূতেদের নিয়েই পর্দায় আসছে ‘ভবিষ্যতের ভূত’। মুক্তি পেয়েছে সেই ছবির তৃতীয় টিজার।
এই টিজারে গল্প কিছুটা খোলসা করেছেন পরিচালক। দেখা গিয়েছে, এক পরিচালককে একটি ছবি বানানোর কথা বলা হয়। তাতে যেমন ভৌতিক ছোঁয়া থাকবে, তেমনই থাকবে দুষ্টুমি। তারপর? পরিচালক কি ছবিটা বানাতে পারলেন? ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরমব্রতর মতো পরিস্থিতিতে পড়বেন তিনি? সেসব বোঝা যাবে ছবি মুক্তি পেলেই।
[ সিনেপ্রেমীদের জন্য বাম্পার হতে চলেছে নতুন বছর, এই ছবিগুলি না দেখলেই নয়! ]
স্ব-স্থান সংকুলান এখন শুধু মানুষের নয়, ভূতেদেরও একটা বড় সমস্যা। আকাশছোঁয়া ফ্ল্যাটবাড়ির মাঝখানে তারা কোথায় থাকবে, তা নিয়ে বেশ গোলমালে পড়েছে শহরের ভূতেরা। অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে তাদের। তার উপর যদি হয় বাতিল ভূত, তাহলে তো কথাই নেই। মনুষ্যসমাজের মতো ভূতেদের সমাজেও বাতিল ভূত আছে। তাদের অবস্থা তো আরও ভয়াবহ। খুঁজে খুঁজে একটাও জায়গা পায় না তারা। এমন অবস্থায় মাথায় তাদের একটাই প্রশ্ন আসে, তবে কি ভার্চুয়াল ওয়ার্ল্ডই তাদের একমাত্র জায়গা? যদি কোনওভাবে টেকনোলজির সাহা্য্য নিয়ে বেঁচেবর্তে থাকা যায়, তাই বা মন্দ কী? কিন্তু শেষ পর্যন্ত তা হয় না। নিজেদের অস্তিত্ব পার্থিব জগতে টিকিয়ে রাখতে একটা আস্তানা খুঁজে পায় তারা। সেখানেই ঘাঁটি গাড়ে। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। আছে আরও চমক। টিজারগুলি দেখে তা ভালই বোঝা যাচ্ছে।
ছবিতে অভিনয় করেছেন বরুণ চন্দ, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে। এছাড়া অতিথি শিল্পী হিসেবে থাকবেন মুনমুন সেন, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় ও রেচেল হোয়াইট। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে।
[ অসুস্থ মিঠুন চক্রবর্তী, চিকিৎসার জন্য পাড়ি দিলেন বিদেশে ]
The post ক্রমশ স্পষ্ট হচ্ছে গল্প, জানা গেল ‘ভবিষ্যতের ভূত’ ছবির নয়া টিজারে appeared first on Sangbad Pratidin.