shono
Advertisement

আদর্শ বউ হতে চান? বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন পাঠক্রম

কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেটও। The post আদর্শ বউ হতে চান? বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন পাঠক্রম appeared first on Sangbad Pratidin.
Posted: 05:17 PM Sep 14, 2018Updated: 05:17 PM Sep 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদর্শ বউমা হতে চান? আপনার জন্য নয়া ঠিকানা ভোপালের বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়টি এবার নতুন পাঠক্রম চালু করতে চলেছে। যে পাঠক্রমে শেখানো হবে কীভাবে আদর্শ বউমা হতে পারবেন মহিলারা। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, মহিলাদের সামাজিক উন্নতির জন্যেই নাকি আগামী শিক্ষাবর্ষ থেকে এই পাঠক্রম চালু হচ্ছে। ৩ মাসের এই পাঠক্রম শেষেই দেওয়া হবে আদর্শ বহু সার্টিফিকেটও। প্রাথমকিভাবে সমাজবিদ্যা বিভাগের অধীনে চালু হবে এই পাঠক্রম। শুরু হবে ৩০ জন ছাত্রীকে নিয়ে। পরবর্তীকালে ছাত্রী সংখ্যা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

[গণধর্ষণের শিকার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সিবিএসই টপার, অভিযুক্ত ১২]

মহিলাদের ‘সামাজিক উন্নতি’র লক্ষ্যেই আগামী শিক্ষাবর্ষ থেকে নয়া পাঠ্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিয়ের পর নতুন পরিবেশে কীভাবে মানিয়ে চলতে হয়, নতুন পরিবারে কীভাবে সকলের সঙ্গে থাকতে হয় তিন মাসের এই পাঠ্যক্রমে মূলত সেই বিষয়গুলিই শেখানো হবে মেয়েদের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভি সি গুপ্তা জানিয়েছেন, মহিলাদের উন্নতির উদ্দেশ্যে এই পাঠ্যক্রম খুবই ব্যতিক্রমী। তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। আর সেই দায়বদ্ধতা থেকেই এই ভাবনা আমাদের মাথায় আসে।” এই পাঠক্রম অংশ নিলে সমাজের মহিলারা আরও শক্তিশালী হবেন বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তরফে আরও একটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই বিসিএ বা ব্যাচেলার অব কমপিউটর এডুকেশনের পরীক্ষা হিন্দিতেও নেওয়া যায় কিনা তা ভেবে দেখছে ওই বিশ্ববিদ্যালয়।

[চোখের সামনে গণধর্ষণের শিকার গার্লফ্রেন্ড, শোকে আত্মঘাতী যুবক]

বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের এই নয়া পাঠক্রমকে যতই মেয়েদের পক্ষে বলা হোক তা কিছুতেই মেনে নিতে পারছেন না নারী আন্দোলনের কর্মীরা। তাঁরা বলছেন, মহিলাদের উন্নতি তো দূরের কথা সুপরিকল্পিতভাবে তাঁদের মজ্জায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে পুরুষতান্ত্রিক চিন্তাভাবনার বীজ। আর এটাই পুরুষতান্ত্রিক সমাজের আসল চেহারা।

The post আদর্শ বউ হতে চান? বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন পাঠক্রম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement