shono
Advertisement

মোদি-শাহ’র উপস্থিতিতে ভূপেন্দ্রর শপথগ্রহণ, ২০০ সাধুর আশীর্বাদ নিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।
Posted: 03:28 PM Dec 12, 2022Updated: 03:28 PM Dec 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজটাল ডেস্ক: সোমবার দ্বিতীয়বার গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। গান্ধীনগরের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও উপস্থিত ২০০ জন সাধুর আশীর্বাদ গ্রহণ করেন গুজরাটের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী।

Advertisement

গত সেপ্টেম্বর মাসে বিজয় রুপানিকে (Vijay Rupani) সরিয়ে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী করা হয়েছিল ভূপেন্দ্র প্যাটেলকে। ফলে গুজরাটের ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও ভূপেন্দ্র আদতে গুজরাটের ১৭তম মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যপাল আচার্য বেদব্রত (Acharya Devvrat) শপথবাক্য পাঠ করান ভূপেন্দ্রকে। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন ভূপেন্দ্র প্যটেল মন্ত্রীসভার ১৬ জন মন্ত্রী। এদের অধিকাংশই বিগত মন্ত্রীসভাতেও ছিলেন।

[আরও পড়ুন: ভাঙা রাস্তায় চলল না অ্যাম্বুলেন্স, প্রসূতিকে বাঁশে ঝুলিয়ে সাড়ে তিন কিমি পেরোলেন আত্মীয়রা]

এদিনের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তো বটেই, এছাড়াও ছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। সঙ্গে ২০০ জন সাধুর উপস্থিতিতে বর্ণময় হয়ে ওঠে শপথগ্রহণ অনুষ্ঠান। পাশাপাশি দর্শকাসনে ছিলেন বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। ওবিসি ছাড়াও তপশিল ও আদিবাসী মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গেরুয়া শিবিরের অঙ্ক বলছে, ২০২৪ সালের লোকসভা ভোটে ও পরবর্তী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিন থেকেই কৌশলে প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির। 

[আরও পড়ুন: ‘সংবিধান বাঁচাতে মোদিকে খুন করতে হবে’ কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক, ভাইরাল ভিডিও]

গত ৮ ডিসেম্বর গুজরাট বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। পুরনো রেকর্ড ভেঙে ১৫৬ আসনে জয় পেয়েছে বিজেপি (BJP)। আসন কমেছে কংগ্রেসের (Congress)। তারা ১৭টি আসন জিতেছে। অন্যদিকে ৫টি আসন পেয়ে গুজরাটে খাতা খুলেছে আপ (AAP)। এরপর গত ৯ ডিসেম্বর নিজের মন্ত্রিসভা-সহ পদত্যাগ করেন ভূপেন্দ্র প্যাটেল। যারপর ছিল সোমবারের শপথগ্রহণ অনুষ্ঠান। এদিক এদিনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে দেশের নির্বাচনী সমীক্ষার সঙ্গে যুক্ত সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফমর্স’ বা ADR৷ তারা জানিয়েছে, গুজরাটে নবনির্বাচিত ৪০ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement