shono
Advertisement

কলকাতা বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা ব্যাঙ্ককগামী বিমানের

যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। The post কলকাতা বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা ব্যাঙ্ককগামী বিমানের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:49 PM Sep 09, 2017Updated: 02:20 PM Sep 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ভুটান এয়ারলাইন্সের বিমান।

Advertisement

কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল বি-৩ ৭০০ নম্বরের বিমানটির। আজ সকাল ১১.৫০ নাগাদ টেক অফের সময় আচমকাই বিমানের প্রপেলারে ধোঁয়া দেখতে পান বিমানচালক। তখনই টেক অফ বাতিল করার সিদ্ধান্ত নেন বিমানচালক। ফেরত আসার আরজি জানানো হয় এটিসিকে। মেলে অনুমতি।

রানওয়ে খালি থাকায় নেমে আসতে সক্ষম হলেও, বিমানের চাকা মাটিতে স্পর্শ করার সময় জোর ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। প্রায় ষাট জন যাত্রী ছিলেন বিমানে। কয়েকজন যাত্রীর অল্পবিস্তর আঘাত লাগলেও, নিরাপদেই রয়েছেন বাকিরা। তবে একজন বিমানসেবিকার পায়ে গুরুতর চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সবাইকেই।

[সব ভাষাতে ‘বাংলা’ই হবে রাজ্যের নাম, কেন্দ্রকে চিঠি নবান্নর]

বিমানটির মেরামতির কাজ চলে বিমানবন্দরেই। রানওয়ে মোটামুটি ফাঁকা থাকায়, অন্যান্য বিমান পরিষেবা ব্যাহত হয়নি বলে বিমানবন্দরসূত্রে খবর। তবে এই ঘটনায় সাময়িকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল।

 

The post কলকাতা বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা ব্যাঙ্ককগামী বিমানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement