shono
Advertisement

বকেয়া ডিএ’র দাবিতে বিধানসভা অভিযান, সরকারি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে ধুন্ধুমার

বয়স্ক আন্দোলনকারীদের পুলিশ ঘুষি মারে বলেই অভিযোগ।
Posted: 03:33 PM Nov 23, 2022Updated: 06:43 PM Nov 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের পর এবার কলকাতার রাজপথে সরকারি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য বিধানসভার মূল ফটকের সামনে ধুন্ধুমার। ডিসি সাউথের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। তাঁদের অভিযোগ, বয়স্ক আন্দোলনকারীদের ঘুষি মারা হয়।

Advertisement

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বুধবার রাজ্য সরকারি কর্মচারী যৌথ মঞ্চের সদস্যরা পথে নামেন। রানি রাসমণি অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সরকারি কর্মীরা। তবে তাঁদের মিছিল আটকে দেওয়া হয়। পুলিশ ও সরকারি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। ধস্তাধস্তিও শুরু হয়। মুহূর্তের মধ্যে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান সরকারি কর্মীরা। কার্যত দৌড়ে বিধানসভার সামনে পৌঁছন তাঁরা। সেখানে ১৪৪ ধারা জারি থাকায় তাঁদের বাধা দেয় পুলিশ। আরও একবার পুলিশ ও সরকারি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি ক্রমেই রণক্ষেত্রের চেহারা নেয়। কলকাতা পুলিশের ডিসি সাউথের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আন্দোলনকারীদের দাবি, টেনেহিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তোলা হয়। আন্দোলনকারীদের পুলিশ ঘুষি মারে বলেও অভিযোগ।

[আরও পড়ুন: ‘পিছনে কেন? সামনে আসুন’, রাজ্যপালের শপথ অনুষ্ঠানে বিমান বসুর সঙ্গে সৌজন্য বিনিময় মমতার]

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্যাটে ২০১৬ সালে মামলা দায়ের করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। আবেদনে বলা ছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান। মামলার পরিপ্রেক্ষিতে SAT-এর রায়ই বহাল রাখে হাই কোর্ট। কিন্তু সেই রায়ের পরেও মেলেনি ডিএ। পালটা রাজ্য সরকার রিভিউ পিটিশন দায়ের করে।

তবে গত সেপ্টেম্বরে কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খায় রাজ্য। মহার্ঘ ভাতা মামলায় রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। আরজি খারিজ করে দেয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। আদালতে খারিজ হয়ে যায় রাজ্যের অর্থাভাবের যুক্তি। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মেটাতেই হবে বকেয়া মহার্ঘ ভাতা। তবে এখনও ডিএ না মেলায় আন্দোলনে শামিল রাজ্য সরকারি কর্মীরা।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সরকার বদল নয়, রাজ্যের সব থেকে বড় চোর ধরা পড়বে! ‘ডিসেম্বর রহস্য’ উন্মোচন করলেন শুভেন্দু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement