shono
Advertisement

Breaking News

গোড়ালির চোট সারেনি, আইপিএল থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি

বড় ধাক্কা খেল গুজরাট টাইটান্স।
Posted: 02:40 PM Feb 22, 2024Updated: 04:17 PM Feb 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার (Team India) পর এবার গুজরাট টাইটান্সের (Gujarat Titans) জন্য খারাপ খবর। গোড়ালির চোট এখনও সারেনি। আর তাই আসন্ন আইপিএল (IPL 2024) থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বিসিসিআই (BCCI) সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। এমনিতেই এবারের ক্রোড়পতি লিগে হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) পাওয়া যাবে না। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছেন। ফলে গুজরাটের নতুন অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) উপর যে চাপ বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। 

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শামি ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে ডাক্তারদের সঙ্গে আলোচনা করার জন্য গোড়ালিতে কিছু ইঞ্জেকশন নিয়েছিলেন। ওঁকে বলা হয়েছিল তিন সপ্তাহ অপেক্ষা করলে সুস্থ হয়ে যাবেন। বল হাতে মাঠে নামতে না পারলেও, রানিং করতে অসুবিধা হবে না। কিন্তু সেই ওষুধে লাভ হয়নি। ব্যথা কমেনি।”

[আরও পড়ুন: ভূস্বর্গে ক্রিকেটে মেতে ঈশ্বর, কাশ্মীরে শচীনের ব্যাটিংয়ের ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া]

এখানেই থেমে না থেকে তিনি আরও যোগ করেছেন, “আর তাই এই মুহূর্তে অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় নেই। আর তাই কয়েকদিনের মধ্যেই ফের ইংল্যান্ডে উড়ে যাবেন শামি। তাই ওঁর আইপিএল খেলার কোনও প্রশ্নই ওঠে না।”   

গত বিশ্বকাপেই (ICC World Cup 2023) চোট নিয়ে খেলেছিলেন তারকা পেসার। কিন্তু গোড়ালির চোট বেড়ে যাওয়ার জন্য তাঁকে পরবর্তী সময় ভারতীয় দলের জার্সি গায়ে আর দেখা যায়নি। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও খেলছেন না টিম ইন্ডিয়ার তারকা পেসার। আর তাই তাঁকে এবারের ক্রোড়পতি লিগেও দেখা যাবে না। পুরো সুস্থ হয়ে ওঠার জন্য ইংল্যান্ডে অস্ত্রোপচার করাবেন তিনি। বোর্ড সূত্রে মারফত এমনটাই জানা গিয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তা ফের বলেন, “শামি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাই অস্ত্রোপচার হলেই ওঁকে এনসিএ-তে চলে আসতে হবে। কারণ অস্ট্রেলিয়া সফরে শামির সার্ভিস দলের কাজে লাগবে।” 

গত বিশ্বকাপে শুরুর দিকে তাঁকে বসে থাকতে হয়েছিল। তবে মাঠে নেমেই নিজেকে ফের প্রমাণ করেছিলেন ‘সহেসপুর এক্সপ্রেস’। মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন তিনি। সেরা পারফরম্যান্স ছিল সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ৫৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন। তবে কাপ যুদ্ধের পর থেকে মাঠের বাইরেই ছিলেন তিনি। আর এখন শোনা যাচ্ছে তিনি আইপিএলে খেলতে পারবেন না। 

[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি টেস্টই খেলতে চেয়েছিলেন বুমরাহ, কেন ‘বসিয়ে’ দিল বোর্ড?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement