সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬ সালেই বিহারে (Bihar) মদ নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। ফের নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রীর আসনে বসলেও, এই নিষেধাজ্ঞা এখনও ওঠেনি। কিন্তু নিষিদ্ধ হলে কি হবে, মদ্যপানের দিক থেকে বিহারবাসী পিছনে ফেলে দিয়েছে মহারাষ্ট্রকেও (Maharashtra)। যেখানে কিনা সুরাপানে কোনও নিষেধাজ্ঞা বা কড়াকড়ি নেই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
সম্প্রতি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (National Family Health Survey) ২০১৯–২০ বা NFHS-5 সমীক্ষায় সামনে এসেছে এই তথ্য। তাতে জানা গিয়েছে, বিহারে পুরুষদের মধ্যে (১৫ বছরের উর্ধ্বে) শতকরা ১৫.৫ শতাংশ মদ্যপান করেন। তবে শহরের থেকে গ্রামে মদ খাওয়ার প্রবণতাই বেশি। গ্রামে যেখানে শতকরা ১৫.৮ শতাংশ পুরুষ মদ্যপান করেন, সেখানে শহরে পুরুষদের মধ্যে মধ্যপান করেন শতকরা ১৪ শতাংশ। এদিকে, মহারাষ্ট্রে (Maharashtra) শহর–গ্রাম মিলিয়ে ১৩.৯ শতাংশ পুরুষ মদ পছন্দ করেন। অর্থাৎ বিহারের তুলনায় যা অনেকটাই কম। অথচ সে রাজ্যে মদ খাওয়ার ব্যাপারে এত বিধিনিষেধ নেই। তবে দুই রাজ্যে মদ্যপান করেন এমন মহিলার সংখ্যা সমানই বলা চলে। সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্র ও বিহার দুই রাজ্যেই ০.৪ শতাংশ মহিলা মদ্যপান করেন।
[আরও পড়ুন: গাধার মল ব্যবহার করে ভেজাল মশলা তৈরি! উত্তরপ্রদেশে গ্রেপ্তার ‘হিন্দু যুব বাহিনী’র নেতা]
শুধু বিহার–মহারাষ্ট্র নয়। একই চিত্র দেখা গিয়েছে গোয়া–তেলেঙ্গানার ক্ষেত্রেও। দেশের মধ্যে মদ্যপানের ক্ষেত্রে সবচেয়ে কম বিধিনিষেধ বোধহয় গোয়াতে। উলটোদিকে, বিহারের মতোই কড়াকড়ি রয়েছে তেলেঙ্গানায় (Telengana)। তা সত্ত্বেও মদ খাওয়ার দিক থেকে গোয়ার (Goa) পুরুষদের তুলনায় এগিয়ে তেলেঙ্গানার (Telengana) পুরুষরা। NFHS-5–এর সমীক্ষা অনুযায়ী, গোয়ার পুরুষদের মধ্যে যেখানে ৩৬.৯ শতাংশ সুরা পান করেন, সেখানে তেলেঙ্গানায় ৪৩.৩ শতাংশ পুরুষ মদ খান। প্রশ্ন উঠছে, যে রাজ্যে মদ নিষিদ্ধ, সেখানে কীভাবে এত মানুষ মদ খান?