shono
Advertisement

নোট বাতিল সিদ্ধান্তকে সমর্থন করলেন বিল গেটস

সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই কষ্ট সহ্য করলে সুফল মিলবে৷ The post নোট বাতিল সিদ্ধান্তকে সমর্থন করলেন বিল গেটস appeared first on Sangbad Pratidin.
Posted: 09:43 PM Nov 18, 2016Updated: 04:13 PM Nov 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে কালো টাকা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন করলেন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস৷ তিনি জানিয়েছেন, কালো টাকা রুখতে দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘটনায় সাময়িকভাবে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই কষ্ট সহ্য করলে সুফল মিলবে৷

Advertisement

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর, তিনি বলেন, “যে কোনও দেশেই বড় পরিবর্তন সহজে আসে না৷ এই পরিবর্তন খুব মসৃণ এবং সুন্দরও হয় না৷” যদিও মোদি সরকারের কালো টাকা রোখার এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি৷ ভারতের উন্নতি এবং ডিজিটালাইজেশনের তারিফ করেছেন তিনি৷ জানিয়েছেন, ভারতে সব মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া গেলে ডিজিটাল মাধ্যম একটি বিশেষ পর্যায়ে উন্নতি লাভ করবে৷

এদিন, ‘ডিজিটাল ইন্ডিয়া’ এবং নোট বাতিলের কথা উল্লেখ করার পাশাপাশি, নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানেরও তারিফ করেন তিনি৷

The post নোট বাতিল সিদ্ধান্তকে সমর্থন করলেন বিল গেটস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement