shono
Advertisement

Breaking News

ভাইরাল জ্বরে কাবু রুক্মিণী-সহ ‘নটী বিনোদিনী’র গোটা টিম! আপাতত বন্ধ ছবির শুটিং

কবে থেকে শুরু হবে শুটিং?
Posted: 03:19 PM Mar 13, 2023Updated: 08:03 PM Mar 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক রাজ কমল মুখোপাধ্যায়ের ‘নটী বিনোদিনী’ ছবি ঘোষণার পর থেকেই নানা বিতর্কের মুখে পড়ে। ‘বিনোদিনী একটি নটীর উপাখ্য়ান’ ছবিতে বিনোদিনীর চরিত্রে রুক্মিণীর লুক নিয়েও নিন্দুক মহলে নানা কটাক্ষ। তবে এসব বিতর্ককে পাশে রেখে জোরকদমে চলছিল এই ছবির শুটিং। কিন্তু হঠাৎই বিপত্তি। ছবির গোটা টিম আচকমাই ভাইরাল জ্বরে কাবু। ক’দিন আগে চৈতন্যলীলার শুটিংয়ের পরেই টিম মেম্বাররা একে একে জ্বরে কাবু হতে শুরু করেন। বাদ পড়েননি অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। হঠাৎ করে ছবির টিম জ্বরে কাবু হওয়ায় আপাতত বন্ধ হয়েছে ছবির শুটিং। সেকথাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক রামকমল।

Advertisement

[আরও পড়ুন:  পরনে কালো বল গাউন ও হিরের গয়না, অস্কারের মঞ্চে সৌন্দর্যের দ্যুতি ছড়ালেন দীপিকা]

সংবাদ প্রতিদিনের তরফ থেকে পরিচালক রামকমলকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ”চৈতন্যলীলার দৃশ্য শুটিং চলছিল। এমনিতেই এই দৃশ্য় খুবই কঠিন। শুটিং শেষ হওয়ার পর থেকেই একে একে টিম মেম্বারদের জ্বর হতে শুরু করে। বাদ পড়েনি রুক্মিণীও। জ্বরের তীব্রতাও অনেক। বুঝতে পারছি না হঠাৎ করে এরকম ভাইরাল জ্বরে কাবু হল কী করে সবাই! আশা করি সবাই জলদি সুস্থ হয়ে উঠবে। সবাই সুস্থ হলে তবেই ফের শুটিং শুরু করব। ”

[আরও পড়ুন: ‘নাতু নাতু’র অস্কারপ্রাপ্তিতে আবেগাপ্লুত ভারতীয় সিনেমা মহল, কী প্রতিক্রিয়া বলিউডের? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement