সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশে ওড়ার আগেই বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেল দুবাইগামী ইন্ডিগো বিমান। বৃহস্পতিবার মেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। পরে বিমানটি থেকে নামিয়ে দেওয়া হয় ১৬০ জন যাত্রীকেই।
ঠিক কী ঘটেছিল? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, 6E 1467 IXE-DXB নামের এক ইন্ডিগো বিমান সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ রানওয়েতে ছিল। দ্রুতই সেটি উড়ে যাওয়ার কথা সেটির। কিন্তু আচমকাই এক পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। দ্রুত বিমানটির চালক এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে খবর দেন। এরপরই বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বন্দরের অ্যাপ্রনে, যেখানে সমস্ত বিমানই পার্ক করা হয়।
[আরও পড়ুন: কাশ্মীরের উন্নত রাস্তা দেখাতে বাংলাদেশের ছবি শেয়ার! জি-২০’র পরও অব্যাহত বিতর্ক]
এরপর বিমানের ১৬০ জন যাত্রীকে তুলে দেওয়া হয় আরেকটি ইন্ডিগোর বিমানে। সেটি বেঙ্গালুরু থেকে এসেছিল। সেই বিমানেই দুবাই পৌঁছন ওই যাত্রীরা। এর আগে ‘ফ্লাই দুবাই’-এর একটি বিমানও দুর্ঘটনার কবলে পড়েছিল পাখির সঙ্গে ধাক্কায়। সেবার বিমানটির ইঞ্জিনে আগুন লেগে গিয়েছিল। দেড়শোরও বেশি যাত্রী ছিলেন সেই বিমানে।