shono
Advertisement

টার্গেট উনিশের লোকসভা, রামনবমীর পর এবার জন্মাষ্টমী পালন গেরুয়া শিবিরের

পিছিয়ে নেই শাসকদলও৷ The post টার্গেট উনিশের লোকসভা, রামনবমীর পর এবার জন্মাষ্টমী পালন গেরুয়া শিবিরের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:18 PM Sep 02, 2018Updated: 12:48 PM Sep 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম নবমীর পর জন্মাষ্টমী৷ উনিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরও একবার ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির৷ লক্ষ্য পূরণে দেশজুড়ে মহা ধুমধাম করে জন্মাষ্টমী পালনের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ৷ তবে সশস্ত্র অবস্থায় নয়৷ অস্ত্র ছেড়ে এবার শ্রী কৃষ্ণের বাঁশি হাতে রাস্তায় নামতে চলেছেন গেরুয়াপন্থীরা৷ জন্মাষ্টমী উপলক্ষে সমগ্র রাজ্যে হাজারেরও বেশি শোভাযাত্রা বের করতে চলেছে সংগঠন৷ জানা গিয়েছে, উৎসব পালনে জোর দেওয়া হবে জঙ্গলমহল ও সীমান্তবর্তী এলাকায়৷ তাঁদের পাখির চোখ ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যে গেরুয়া সংগঠনের ভিত শক্ত করা৷

Advertisement

[বিধ্বংসী আগুনে ভস্মীভূত নেলপলিশ কারখানা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়িও]

আসন্ন লোকসভায় এই রাজ্যে থেকে ২২টি আসন দখলের লক্ষ্য নিয়েছে বিজেপি৷ পঞ্চায়েত নির্বাচনেও জঙ্গলমহল এবং সীমান্তবর্তী এলাকায় নিজেদের ছাপ ফেলতে পেরেছে পদ্মশিবির৷ ফলে জন্মাষ্টমীতেও ওই অঞ্চলে বিশেষ গুরুত্ব দিতে চাইছে গেরুয়াপন্থীরা৷ সূত্রের খবর দাবি, কয়েক বছরে ওই অঞ্চলে সাংগঠনিক শক্তি অনেকটাই বাড়িয়েছে গেরুয়া শিবির৷ ফলে জন্মাষ্টমীর জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে সেই জমি আরও শক্ত করতে চাইছে তাঁরা৷ তবে থেমে নেই তৃণমূল শিবিরও৷ এক চুলও জমি ছেড়ে দিতে রাজি নয় শাসকদল৷ দলের পক্ষ থেকেও পুরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বা ব্লকে ব্লকে পৌঁছে গিয়েছে নির্দেশ৷ বলা হয়েছে আলাদা করে জন্মাষ্টমী পালন করতে হবে৷ তৃণমূল কর্মীদের এলাকার কোনও মন্দিরে যাওয়ার নির্দেশ জারি হয়েছে দলীয় স্তরে৷

[অবাক বিশ্ব! সাত বছরেই ব্ল্যাক বেল্ট হৃদয়পুরের ফ্লোরা]

দিল্লির মসনদে বিজেপি ক্ষমতা আগেও এরাজ্যে পালিত হত রাম নবমী বা জন্মাষ্টমী৷ শহর তথা গ্রামেও বের হত বড় বড় শোভাযাত্রা৷ কিন্তু ঢাকঢোল পিটিয়ে উদযাপন শুরু হয় ২০১৪-র পর থেকেই৷ যা বর্তমানে উৎসবের রূপ নিয়েছে৷ রাম নবমী নিয়ে গত কয়েক বছর ধরেই শুরু হয়েছে বিতর্ক৷ প্রশাসনের নির্দেশ অমান্য করে অস্ত্র হাতে মিছিল করতে দেখা যাচ্ছে গেরুয়াপন্থীদের৷ তবে জন্মাষ্টমীতে সেই পথে হাঁটছেন না তাঁরা৷ শান্তির বার্তা দিয়ে ধর্মের পথ ধরেই মানুষের মধ্যে হিন্দুত্ব জাগাতে তৎপর গেরুয়া শিবির৷ ওয়াকিবহাল মহলের মতে এর পিছনে লক্ষ্য একটাই, পদ্ম শিবিরের জন্য উনিশের রাজনৈতিক জমি শক্ত করা৷

The post টার্গেট উনিশের লোকসভা, রামনবমীর পর এবার জন্মাষ্টমী পালন গেরুয়া শিবিরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement