shono
Advertisement

Breaking News

করোনা সংক্রমণের ভয়, এ বছর আড়ম্বরহীন বিশ্বকর্মা পুজো দুর্গাপুরের কারখানাগুলিতে

কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্ষুব্ধ শ্রমিকরা। The post করোনা সংক্রমণের ভয়, এ বছর আড়ম্বরহীন বিশ্বকর্মা পুজো দুর্গাপুরের কারখানাগুলিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:55 AM Sep 01, 2020Updated: 08:17 AM Sep 02, 2020

বেলাগাম করোনা সংক্রমণ।  ভারতে আক্রান্ত  ৩৬ লক্ষ ৯১ হাজার ১৬৭ জন। মৃত্যু হয়েছে ৬৫ হাজার ২৮৮ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১,৬৫,৭২১ জন। মোট মৃত্যু হয়েছে ৩,২৮৩ জনের। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

Advertisement

রাত ১০.৩৮: অরুণাচল প্রদেশে নতুন করে ১০০ জন কোভিড আক্রান্ত, মোট করোনা পজিটিভ ৪২১২। মৃত্যু হয়েছে ৭ জনের।

রাত ১০: করোনা পরিস্থিতির কারণে এবছর দুর্গাপুরের কারখানাগুলিতে বাতিল বড় করে বিশ্বকর্মা পুজো। নিয়ম মেনে ছোট করে হবে স্থপতিদেবের আরাধনা।

রাত ৯.৪২:রাজস্থানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪৭০, মৃত্যু হয়েছে ১৩ জনের।

রাত ৯.৩০: JEE ও NEET পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিহারে সাতটি বিশেষ ট্রেন চলবে। 

রাত ৯.০০: মহারাষ্ট্রে বেলাগাম সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ হাজারেরও বেশি। 

রাত ৮.৩০: পাঞ্জাবে একদিনে করোনা আক্রান্ত ১৫২২ জন। 

রাত ৮.১৫: একদিনে বাংলায় করোনা আক্রান্ত ২৯৪৩ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের। 

সন্ধে ৭.৫৯: গুজরাটে একদিনে করোনা আক্রান্ত ১৩০১ জন। 

সন্ধে ৭.৫৪: হরিয়ানায়ায় একদিনে করোনা আক্রান্ত ১৬৯৪ জন। 

সন্ধে ৭.৪৫: উত্তরাখণ্ডে একদিনে করোনা আক্রান্ত ৫৭১ জন। 

সন্ধে ৭.২৫: সেপ্টেম্বরের শেষেই হরিয়ানার বিশ্ববিদ্যালয় ও কলেজের পরীক্ষা নেওয়া হবে।

সন্ধে ৭.১৫: কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত ৯ হাজার ৫৮ জন। 

সন্ধে ৭.১০: দিল্লি,মুম্বই-সহ ছয় শহরে বিমান যাতায়াত শুরু হল। এদিন পুরোনো ভিড়ের পরিচিত ছবি ফিরে এল দমদমে। বাড়ল বিমান চলাচলের সংখ্যাও।

সন্ধে ৭.০০: ফের দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত দুহাজারের বেশি। 

সন্ধে ৬.৫০: ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় চালু হচ্ছে মেট্রো চলবে। সকাল ৮টা থেকে রাত আটটা অবধি মিলবে মেট্রো। রাজ্যের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন মেট্রো কর্তারা।

সন্ধে ৬.৪৬: নিউ নর্মালে রেল চত্বর ব্যবহারের পদ্ধতি আমূল বদলে যাচ্ছে। প্রবেশ ও বাইরে যাওয়ার পরিসর ব্যবহারেও দূরত্ব বজায় রাখতে ব্যবহার হবে চলমান সিঁড়ি) ও লিফট।

সন্ধে ৬.৩৯: বিকেল থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হলো তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ। ফলে এ দিন থেকে মাকে সামনে থেকে দর্শন এবং স্পর্শ করার সুযোগ পেয়েছে ভক্তরা। তবে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হল তারাপীঠ মন্দিরের পক্ষ থেকে।

সন্ধে ৬.২১: জম্মু ও কাশ্মীরে একদিনে করোনা আক্রান্ত ৫২৫ জন। 

সন্ধে ৬.১৩: তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫ হাজার ৯২৮ জন।

সন্ধে ৬.০৭: গত ২৪ ঘণ্টায় কেরলে একদিনে করোনা আক্রান্ত ১১৪০ জন।

বিকেল ৪.৫৫: ছন্দে ফিরছে গোয়া। পানাজিতে খুলছে রেঁস্তরাঁ, বার। 

বিকেল ৪.৪৪: কর্ণাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা করোনা আক্রান্ত। 

 

বিকেল ৪.১৫: চেন্নাইয়ে চালু হল বাস পরিষেবা। 

বিকেল ৪.১০: নাগাল্যান্ডে করোনা আক্রান্ত আরও ৫৩ জন। 

বিকেল ৪:০০: NEET ও JEE পরীক্ষার্থীদের সুবিধার জন্য মুম্বইতে ৪৬টি বিশেষ ট্রেন চলবে। 

দুপুর ৩.০০: মহামারী আবহে আরও ট্রেন চালানো পরিকল্পনা করছে ভারতীয় রেল। এনিয়ে রাজ্যগুলির সঙ্গে কথা বলবে সংশ্লিষ্ট মন্ত্রক। 

দুপুর ১.৫৬: হংকংয়ে দ্বিতীয়বার করোনার দাপট। ঝুঁকি এড়াতে গণহারে পরীক্ষা শুরু করল প্রশাসন। 

দুপুর ১.৩৭: ধাক্কা কাটিয়ে করোনার আঁতুড়ঘর চিনের ইউহানে আজ থেকে স্কুলমুখী পড়ুয়ারা। দূরত্ববিধি মেনে পুরোদমে চালু হচ্ছে ক্লাস।

দুপুর ১. ০০: হিমাচল প্রদেশে নতুন করে সংক্রমিত ৩৭ জন।

দুপুর ১২. ২০: করোনা আক্রান্ত মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। উপসর্গহীন তিনি।  করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরই সদ্য তাঁর সংস্পর্শে আসা প্রত্যককে টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন সাংসদ।

সকাল ১১. ৩৩: তেলেঙ্গানায় নতুন করে সংক্রমিত ২, ৭৩৪ জন।

 

সকাল ১০. ৫৪: ওড়িশায় নতুন করে আক্রান্ত ৩, ০২৫ জন। মৃত্যু ১১ জনের। 

সকাল ১০. ৪৫: ২৪ ঘণ্টায় রাজস্থানে নতুন করে আক্রান্ত ৬৭০ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। সুস্থ হয়েছেন ১১৭ জন।

 

সকাল ৯. ৪২: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত ৬৯, ৯২১ জন। মৃত্যু হয়েছে ৮১৯ জনের। 

 

সকাল ৯.০০: সামাজিক দূরত্ব মেনে ঝাড়খণ্ডের পরীক্ষাকেন্দ্রে ঢোকানো হয় পরীক্ষার্থীদের।

সকাল ৮. ৩০: রাজ্য সরকারের নির্দেশ মেনে JEE Main পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করেছে ওড়িশার জাজপুর (Jajpur) জেলা প্রশাসন।

সকাল ৮.২০: স্বাভাবিক ছন্দে ফিরছে ইউহান, আজ থেকে খুলছে স্কুল।

সকাল ৮.০০: বিতর্ক, বিরোধিতার মাঝেই আজ, মঙ্গলবার থেকে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে  JEE Main। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা পৌঁছে গিয়েছেন পরীক্ষাকেন্দ্রে। সেখানে নিয়ম মেনে সকল পরীক্ষার্থীদের তাপমাত্রা মাপা হচ্ছে। 

 

The post করোনা সংক্রমণের ভয়, এ বছর আড়ম্বরহীন বিশ্বকর্মা পুজো দুর্গাপুরের কারখানাগুলিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement