shono
Advertisement

রথযাত্রার সম্ভাব্য দিন চূড়ান্ত, ডিভিশন বেঞ্চের রায়ের অপেক্ষায় বঙ্গ বিজেপি

চলতি মাসেই কর্মসূচি সেরে ফেলতে চায় গেরুয়া শিবির। The post রথযাত্রার সম্ভাব্য দিন চূড়ান্ত, ডিভিশন বেঞ্চের রায়ের অপেক্ষায় বঙ্গ বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:28 PM Dec 21, 2018Updated: 12:28 PM Dec 21, 2018

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ অনুমতি দিয়েছে। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য সরকার। মামলা দায়ের হয় শুক্রবার। এ রাজ্যে বিজেপির রথযাত্রা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সূত্রের খবর, চলতি মাসের ২২, ২৪ ও ২৬ তারিখ রথযাত্রার দিন চূড়ান্ত করে ফেলেছে বিজেপি নেতৃত্ব। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায় ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে রথযাত্রার দিন জানানো হবে।

Advertisement

[ দলের রাজ্য ও জেলার পদাধিকারীদের লোকসভায় টিকিট দেবে না বিজেপি]

এ রাজ্যে শর্তসাপেক্ষে বিজেপিকে রথযাত্রার অনুমতি দিয়েছে হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবতীর সিঙ্গল বেঞ্চ। আদালতের স্পষ্ট নির্দেশ, এক জেলা থেকে অন্য জেলায় রথ পৌঁছানোর ১২ ঘণ্টা আগে প্রশাসনকে জানাতে হবে। সাধারণ মানুষকে বিপাকে ফেলে রথযাত্রা করা যাবে না, অশান্তি হলে সমানভাবে দায়ী থাকবে বিজেপিও। রাজ্যকেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। পরিবর্তিত পরিস্থিতিতে রথযাত্রার দিনক্ষণ চূড়ান্ত করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসেন বিজেপি নেতারা। কিন্তু, ততক্ষণে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের ডিভিশন বেঞ্চে আবেদনের সিদ্ধান্তের খবর প্রকাশ্যে চলে এসেছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রথযাত্রার মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন করা হয়েছে। তাই আনুষ্ঠানিকভাবে রথযাত্রার দিনক্ষণ আর ঘোষণা করেনি বিজেপি।

হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে যখন রথযাত্রা মামলার শুনানি চলছিল, তখন হলফনামা দিয়ে ২২,২৪ ও ২৬ ডিসেম্বর রথযাত্রা করার কথা জানিয়েছিল বঙ্গ বিজেপি। রথযাত্রার অনুমতি দিয়েছে আদালত। তাই বিজেপি নেতৃত্বও ওই তিনদিনই রথযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। সূত্রের খবর, ২২ তারিখ অর্থাৎ শনিবার বীরভূমের তারাপীঠ, ২৪ তারিখ কাকদ্বীপ ও ২৬ তারিখ কোচবিহার থেকে রথ বের করবে বিজেপি। তবে রাজ্য সরকার যেহেতু হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছে, তাই আদালতের রায় ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে চান গেরুয়া শিবিরের নেতারা। ডিভিশন বেঞ্চও যদি রথযাত্রার পক্ষে রায় দেয়, সেক্ষেত্রে শুক্রবার দুপুরেই কর্মসূচির নির্ঘন্ট ঘোষণা করা হতে বলে খবর। রথযাত্রার দায়িত্বপ্রাপ্ত নেতা ও রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “কাল তারাপীঠ থেকে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা প্রস্তুত। রামপুরহাট রেল ময়দানে সভা হবে। তবে ডিভিশন বেঞ্চের রায়ের দিকেও আমরা নজর রাখছি।”

[ঐতিহাসিক ভুলের উত্তরে পুরো নম্বর, নির্দেশ হাই কোর্টের]

The post রথযাত্রার সম্ভাব্য দিন চূড়ান্ত, ডিভিশন বেঞ্চের রায়ের অপেক্ষায় বঙ্গ বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement