সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির কাছে একটা ওয়াশিং মেশিন আছে। বিরোধী দল থেকে কাউকে নেওয়ার আগে ওই মেশিনে তাকে সাফ করিয়ে নেওয়া হয়। অন্যদল থেকে বিজেপিতে যোগদান নিয়ে এই মন্তব্যই করলেন কেন্দ্রীয়মন্ত্রী রাওসাহেব দানভে। আর তাঁর মন্তব্যের পরেই হাসির রোল উঠেছে দেশের রাজনৈতিক মহলে। বিরোধী বলছে, এতদিন আমরা যা বলতাম। আজ তাই স্বীকার করে নিলেন কেন্দ্রীয়মন্ত্রী।
[আরও পড়ুন: প্রয়াত নেতা-নেত্রীদের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য, সাধ্বী প্রজ্ঞার মুখে লাগাম পরাচ্ছে বিজেপি]
বৃহস্পতিবার মহারাষ্ট্রের জালনা জেলায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি ও বর্তমান কেন্দ্রীয়মন্ত্রী রাওসাহেব। সেখানে গিয়ে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপির কাছে একটি ওয়াশিং মেশিন আছে। কাউকে দলে নেওয়ার আগে আমরা তাকে ওই মেশিনে ওয়াশ করেনি আমরা। এর জন্য গুজরাট থেকে নিরমা পাউডারও নিয়ে এসেছি আমরা। সেই পাউডার দিয়ে ওয়াশিং মেশিনে ওই নেতাদের ধুয়ে নেওয়া হয়।’
লোকসভা ভোটের পর থেকে থেকে বিভিন্ন দল থেকে বহু নেতাই বিজেপিতে যাচ্ছেন। এর মধ্যে অনেক দাগী কিংবা দুর্নীতিতে অভিযুক্ত নেতাও রয়েছেন। যা নিয়ে কটাক্ষ করছিলেন বিরোধীরা। সম্প্রতি মহারাষ্ট্রেও বেশ কয়েকজন কংগ্রেস ও এনসিপি নেতা পুরনো দল ছেড়ে বিজেপিতে এসেছেন। যা নিয়ে কোন্দল তৈরি হয়েছে দলের অন্দরে। কংগ্রেস ও এনসিপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, বিভিন্ন তদন্তকারী সংস্থার মাধ্যমে তাদের নেতাদের ভয় দেখানো হচ্ছে। এর ফলেই দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁরা। একই অভিযোগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার প্রেক্ষিতেই এই মন্তব্য করলেন কেন্দ্রীয়মন্ত্রী রাওসাহেব দানভে।
[আরও পড়ুন: তিহার জেলে আতঙ্ক! সিবিআইয়ের হেফাজতেই থাকতে চেয়ে আবেদন চিদম্বরমের]
যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বলেন, ‘দুর্নীতিগ্রস্ত কংগ্রেস ও এনসিপি নেতা যাদের নামে মামলা আছে তাদের বিজেপিতে নেওয়া হবে না।’
The post ‘বিজেপির ওয়াশিং মেশিনে সবাই সাফ হয়ে যায়’, মন্তব্য করে বিপাকে কেন্দ্রীয় মন্ত্রী appeared first on Sangbad Pratidin.