shono
Advertisement

Breaking News

দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব, কর্ণাটকে প্রার্থী চূড়ান্ত করতে পারছে না বিজেপি

মোদির হস্তক্ষেপের পরও সমাধান সূত্র মেলেনি।
Posted: 01:53 PM Apr 11, 2023Updated: 01:54 PM Apr 11, 2023

নন্দিতা রায়, নয়াদিল্লি: কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে প্রবল দ্বন্দ্ব বিজেপির (BJP) অন্দরে। পরিস্থিতি এতটাই জটিল যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হস্তক্ষেপের পরেও সমাধান সূত্র মেলেনি। যার জেরে রবিবার রাতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি বিজেপি।

Advertisement

প্রার্থী নির্বাচন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস ইয়েদুরাপ্পা ও বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মাইয়ের মধ্যে এতটাই মতপার্থক্য যে তালিকা চূড়ান্ত করতে কালঘাম ছুটেছে মোদি- শাহ-নাড্ডাদের। অথচ দুই নেতাকে সামলাতে শনিবার দিনই দফায় দফায় তাঁদের সঙ্গে বৈঠক করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ২২৪টি আসনের মধ্যে প্রথম দফায় বিজেপির তালিকায় ১৭০ থেকে ১৮০টি নাম থাকতে পারে বলে বৈঠকের পরে জানিয়েছিলেন ইয়েদি। বোম্মাইয়ের দাবি, সমস্ত প্রার্থীদের নিয়ে বৈঠকের আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মোদিজি কিছু দিশা নির্দেশ দিয়েছেন। সঙ্গে প্রার্থী তালিকা নিয়ে আবারও বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বোম্মাই।

[আরও পড়ুন: ‘বিরোধীদের কণ্ঠরোধ, গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে’, মোদি সরকারকে ফের তোপ সোনিয়ার]

এদিকে বিজেপি চাইছে ইয়েদিই কর্নাটক নির্বাচনে তাঁদের কামান সামলান, অথচ তাতে প্রবল আপত্তি রয়েছে বম্মাই শিবিরের। ইয়েদির ছেলে বিজয়েন্দ্রকে নিয়েই মূলত আপত্তি তাঁদের। বম্মাই নিজে তাঁর পুরনো আসন শিগগাঁও থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই ঠিক হয়েছে। ইয়েদির নিজের দীর্ঘকালের আসন শিকারিপুরা থেকে এবারে ছেলে বিজয়েন্দ্রকে প্রার্থী করতে চাইছেন। তাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজি থাকলেও, বাধ সাধছেন বম্মাই। এদিকে, কংগ্রেস কর্নাটকের দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করার বাকি ৫৮টি আসনের জন্য পরে তৃতীয় দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। খুব শীঘ্রই তা প্রকাশিত হবে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: কোভিড কেড়েছে বাবা ও দাদুকে, তবু লক্ষ্যে অবিচল, ১৫ বছরেই স্নাতক পরীক্ষায় বিস্ময় কন্যা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement