shono
Advertisement

বিহারে একসঙ্গে লড়বে বিজেপি-জেডিইউ-এলজেপি, শরিকি অশান্তির জল্পনা ওড়ালেন নাড্ডা

নীতীশ কুমারের নেতৃত্বেই নির্বাচনে যাবে এনডিএ, সাফ জানিয়ে দিলেন The post বিহারে একসঙ্গে লড়বে বিজেপি-জেডিইউ-এলজেপি, শরিকি অশান্তির জল্পনা ওড়ালেন নাড্ডা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:14 PM Aug 23, 2020Updated: 05:14 PM Aug 23, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের নির্বাচনে দলের প্রচারের সুর বেঁধে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী তথা জোটসঙ্গী জেডিইউয়ের নেতা নীতীশ কুমারের নেতৃত্বে লড়াই করেই বিহারে ক্ষমতাই ফিরবে এনডিএ শিবির। সেই সঙ্গে এনডিএ শরিকদের মধ্যে অশান্তি নিয়ে বিহারের রাজনীতিতে যে জল্পনা ছড়িয়েছে, তাতেও জল ঢালার চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ঘোষণা করে দিলেন, আসন্ন নির্বাচনে এনডিএর তিন শরিক ভারতীয় জনতা পার্টি (BJP), সংযুক্ত জনতা দল (JDU) এবং লোকজন শক্তি পার্টি (LJP) একজোট হয়েই লড়বে। 

Advertisement

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিহারের এবারের লড়াইয়েও খাতায় কলমে বিরোধীদের থেকে কিছুটা এগিয়েই শুরু করছে এনডিএ (NDA) শিবির। লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) জেলে থাকায় অনেকটাই দুর্বল বিরোধী শিবির। তবে, এনডিএ’র সমস্যা বিরোধীরা নয়, বরং জোট শরিকদের কোন্দল অনেক বেশি চিন্তায় রাখবে নীতীশ কুমারকে (Nitish Kumar)। প্রায় মাস চারেক ধরেই বিজেপির জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি নিয়মিত আক্রমণ করছে নীতীশ কুমারকে। ভোট যত এগিয়ে আসছে আক্রমণের ঝাঁজ তত বাড়ছে। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান (Chirag Paswan) এখন লোক জনশক্তি পার্টির সভাপতি। তিনি ইতিমধ্যেই বার কয়েক নীতীশের সঙ্গ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। যা নিয়ে বিজেপির দুই জোটসঙ্গীর মধ্যে টানাপোড়েন চলছেই। জেডিইউ-এলজেপির মধ্যে বিচ্ছেদের জল্পনাও চলছে। সেই জল্পনাই এবার পুরোপুরি উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন নাড্ডা।

[আরও পড়ুন: গান্ধী পরিবারে আস্থা নেই! নেতৃত্ব সংকট নিয়ে সোনিয়াকে চিঠি ২৩ জন কংগ্রেস নেতার]

রবিবার, বিজেপির বিহারের কর্মসমিতির ভারচুয়াল বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি বলেন,”বিহারের জনগণ বিজেপি এবং এনডিএর দিকে তাকিয়ে আছে নিজেদের ভাগ্যবদলের আশায়। বিহারে পরিবর্তন আসতে চলেছে এবং আপনারা (বিজেপি কর্মীরা) সকলে এই পরিবর্তনের দিশারী হতে চলেছেন। আমাদের প্রতিটি বুথে লড়াই করতে হবে। এবং বিজেপির পাশাপাশি জোটসঙ্গীদেরও শক্তি বাড়াতে হবে।” কর্মীদের উদ্দেশ্যে জেপি নাড্ডার নির্দেশ,”বিহারের সব শ্রেণির, সব বয়সের মানুষের কাছে আমাদের পৌঁছে যেতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের সব কাজের খতিয়ান মানুষের কাছে তুলে ধরতে হবে।”

The post বিহারে একসঙ্গে লড়বে বিজেপি-জেডিইউ-এলজেপি, শরিকি অশান্তির জল্পনা ওড়ালেন নাড্ডা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার