shono
Advertisement

Breaking News

Uttarakhand

নাবালিকাকে যৌন হেনস্তা বিজেপি নেতার! উত্তরাখণ্ডে বিপাকে গেরুয়া শিবির

অভিযুক্তের বিরুদ্ধে কী পদক্ষেপ দলের?
Published By: Anwesha AdhikaryPosted: 08:39 PM Sep 01, 2024Updated: 08:39 PM Sep 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে প্রতিবাদে উত্তাল গোটা দেশ। তার মধ্যেই এবার কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল উত্তরাখণ্ডের বিজেপি নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে, ১৪ বছরের এক কিশোরীকে শারীরিক নিগ্রহ করেছেন আলমোড়ার এক বিজেপি নেতা। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। তড়িঘড়ি দলীয় কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেরাজ্যের শাসক দল।

Advertisement

১৪ বছরের কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে উত্তরাখণ্ডের সল্ট এলাকার নেতার বিরুদ্ধে। ভাগবত সিং বোরা নামে ওই অভিযুক্ত বিজেপি ব্লক ইউনিটের প্রধানের পদে ছিলেন। দিনকয়েক আগে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনে এক কিশোরী। গত ৩০ আগস্ট পকসোর আওতায় দায়ের হয়। তার পরে কিশোরীর শারীরিক পরীক্ষা করিয়ে বয়ান নথিভুক্ত করানো হয়।

[আরও পড়ুন: বিচার প্রক্রিয়া যেন সংবেদনশীল হয়, ধর্ষণের মামলায় দ্রুত বিচারের দাবি রাষ্ট্রপতির

সমস্ত প্রক্রিয়ার পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ভাগবতকে। যৌন হেনস্তার অভিযোগে দলীয় নেতার গ্রেপ্তারির খবর পেয়েই নড়েচড়ে বসে গেরুয়া শিবির। ভাগবতকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দেন উত্তরাখণ্ড বিজেপির রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট। গোটা ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে বিবৃতি দেন তিনি। সেই সঙ্গে বলেন, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে চলে পুষ্কর সিং ধামীর সরকার।

যদিও গোটা ঘটনায় বিজেপি সরকারকেই কাঠগড়ায় তুলেছে উত্তরাখণ্ডের কংগ্রেস নেতৃত্ব। তবে বিরোধীদের পালটা দিয়ে মহেন্দ্রর দাবি, অভিযুক্ত যে দলেরই হোক না কেন, যত প্রভাবশালীই হোক না কেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেয় বিজেপি সরকার। দলের তরফেও ওই নেতাকে সমস্ত পদ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ‘১০ হাজার দিলে বাঁচাব’, ডুবুরির সঙ্গে দরদামের মাঝেই গঙ্গায় ডুবে মৃত্যু স্বাস্থ্যকর্তার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৪ বছরের কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে উত্তরাখণ্ডের সল্ট এলাকার নেতার বিরুদ্ধে।
  • ভাগবতকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দেন উত্তরাখণ্ড বিজেপির রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট।
  • বিরোধীদের পালটা দিয়ে মহেন্দ্রর দাবি, অভিযুক্ত যে দলেরই হোক না কেন, যত প্রভাবশালীই হোক না কেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেয় বিজেপি সরকার।
Advertisement