সঞ্জিত ঘোষ, নদিয়া: পুজো মিটতেই ফের রাজনৈতিক হিংসা! এবার বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে উত্তাল নদিয়ার শান্তিপুর থানা এলাকা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ফুলিয়ার কাছে রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। দুষ্কৃতীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাস্তা অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতারা। সবমিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে নদিয়ার শান্তিপুর এলাকা।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে শান্তিপুর থানার আরবান্দি ২ পঞ্চায়েতের বড় জিয়াকুর আরপাড়ায় দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বের হয়। একটি বারোয়ারি পুজোর শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন আরবান্দি ২-এর ১৭ নম্বর বুথের বিজেপির সহ সভাপতি অধীর সরকার (৬০)। অভিযোগ, শোভাযাত্রা চলাকালীনই ওই বিজেপি নেতার উপর লাঠি-বাঁশ দিয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিজেপি নেতার। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
[আরও পড়ুন: রেশন দুর্নীতি: জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা, তল্লাশি মন্ত্রীর আপ্ত সহায়কের ফ্ল্যাটেও]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। গোটা বিষয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাঁদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই বিজেপি নেতাকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের গ্রেপ্তারির দাবিতে এদিন বেলা ১১টা নাগাদ রাজ্য় সড়ক অবরোধের ডাক দিয়েছে তারা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ চক্রবর্তীর দাবি, “তৃণমূল খুনের রাজনীতি করে না। এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল।”