সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুমের শুরুটা খুব খারাপ হয়নি। প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় এসেছিল। কিন্তু বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে হারতেই আরসিবি শিবিরের ছবিটা যেন অন্যরকম হয়ে গেল। প্রকাশ্যে চলে এল দলের অন্দরের অসন্তোষের ছবি। সম্ভবত অধিনায়ক রজত পাতিদারের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন বিরাট কোহলি।

বৃহস্পতিবার দিল্লির কাছে ৬ উইকেটে হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তাও আবার ১৩ বল বাকি থাকতে। বিরাট মুখ বুজে সেই হার সহ্য করার লোক নন। বিশেষ করে শুরুটা যেভাবে করেছিল তাঁর দল, তাতে অন্তত ১৬৩ রানের চেয়ে অনেক বেশিই তোলা যেত। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় আরসিবি থেমে যায় মাত্র ১৬৩ রানে। পরে সেই রান ডিফেন্ড করতে গিয়েও একসময় ৩০ রানে ৩ উইকেট তুলে নিয়ে দিল্লি ক্যাপিটালসে চাপে ফেলে দেয় আরসিবি। সেখান থেকে কে এল রাহুলের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় ক্যাপিটালসরা। শেষ পর্যন্ত রাহুলই জিতিয়ে দেন।
বিরাট সম্ভবত বোলিং করার সময় অধিনায়ক পাতিদারের কিছু সিদ্ধান্ত মানতে পারেননি। বিশেষ করে তাঁর বোলিং চেঞ্জ এবং ফিল্ড পজিশন নিয়ে আপত্তি ছিল। ম্যাচ চলাকালীনই মেন্টর দীনেশ কার্তিকের কাছে সেটা নিয়ে ক্ষোভ উগরে দেন বিরাট। বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে প্রকাশ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় কার্তিক এবং বিরাটকে। সেটা সম্ভবত পাতিদারকে নিয়েই। অন্তত বিরাটের শরীরী ভাষায় তেমনই মনে হয়েছে। নেটদুনিয়াতেও এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের বক্তব্য, বিরাটের যদি পাতিদারের কোনও সিদ্ধান্তে আপত্তি থাকে, সেটা সরাসরি গিয়ে তাঁকেই বলা উচিত ছিল।
এদিকে অধিনায়ক পাতিদারও ম্যাচের পর ক্ষোভ উগরে দিয়েছেন ব্যাটারদের বিরুদ্ধে। কারও নাম না বললেও সার্বিকভাবে ব্যাটিং বিভাগকেই নিশানা করেছেন তিনি। তাঁর বক্তব্য, "৬১ রানে প্রথম উইকেটের পতনের পর ১৬৩ রানে আটকে যাওয়াটা মেনে নেওয়া যায় না। টিম ডেভিড যেভাবে শেষটা করেছেন সেটা প্রশংসাযোগ্য। কিন্তু বাকিদের আরও দায়িত্ব নিতে হবে।"