shono
Advertisement

Breaking News

দিলীপের সুরেই এবার ‘গোলি মারো’স্লোগানকে সমর্থন মুকুলের

'আগে নিজের রাজ্যে কী হচ্ছে দেখুন?', মুখ্যমন্ত্রীকে তোপ বিজেপি নেতার। The post দিলীপের সুরেই এবার ‘গোলি মারো’ স্লোগানকে সমর্থন মুকুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:03 PM Mar 04, 2020Updated: 08:03 PM Mar 04, 2020

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কলকাতার রাজপথে দিল্লি মডেল! ধর্মতলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভার কাছে বিতর্কিত ‘গোলি মারো’ স্লোগানকে রাজনৈতিক তরজা অব্যাহত। ইতিমধ্যেই এই স্লোগানকে সমর্থন করেছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি এতে অন্যায়ের কিছু দেখেননি। এবার তাঁর সুরেই ‘গোলি মারো’ স্লোগানকে সমর্থন করলেন মুকুল রায়। তিনি বললেন, ‘গোলি মারো স্লোগানে আগের শব্দটি কেন বাদ দেওয়া হচ্ছে। দেশ কা দুশমন কো গোলি মারো বলা হয়েছে। কাজেই এই শব্দটা বাদ দিয়ে প্রচার করছে বিরোধীরা।’

Advertisement

প্রসঙ্গত, শহরে ‘গোলি মারো’ স্লোগান দিয়ে বুধবারই গ্রেপ্তার হয়েছে এক বিজেপি কর্মী। নাম প্রশান্ত সরকার। সোদপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রবিবার কলকাতা শহরের মিছিলে তাকে ‘গোলি মারো’ স্লোগান দিতে দেখা গিয়োছে সিসিটিভিতে। তারপরই তার খোঁজ শুরু হয়েছিল। শেষপর্যন্ত বুধবার তাকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবারও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। রবিবার শহিদ মিনারে বিজেপির মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগান ওঠে। এই অভিযোগে প্রথমেই দুজনকে গ্রেপ্তার করা হয়। ফলে ধৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ। মুকুল রায় এদিন মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বলেছেন, ‘আগে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে কী হচ্ছে দেখুন। তারপর অন্য রাজ্যের বিষয়ে দেখতে যাবেন। পশ্চিমবঙ্গে যে হিংসা হয়েছে, রেললাইন উপরে ফেলা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে তার ব্যাখ্যা আগে দিন মুখ্যমন্ত্রী।’

[আরও পড়ুন: করোনা সচেতনতায় রাস্তায় বঙ্গ বিজেপি, ‘মোদিমাস্ক’ বিলি করলেন নেতারা]

এদিকে, ‘গোলি মারো’ স্লোগানের সমর্থন করে আগেই বিতর্কে জড়িয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিতর্কিত এই স্লোগান তোলায় ৩ বিজেপি কর্মীর গ্রেপ্তারির প্রসঙ্গে তাঁর সাফাই, ‘গুলি তো চালায়নি।’ পাশাপাশি, তিনি আবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সরকার বিরোধী কাজ করলে, দেশের সম্পত্তি নষ্ট করলে প্রয়োজনে গুলি চলবেই। যদিও ‘গোলি মারো’ স্লোগান দল কখনই সমর্থন করে না বলেই জানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

The post দিলীপের সুরেই এবার ‘গোলি মারো’ স্লোগানকে সমর্থন মুকুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement