বাবুল হক, মালদহ: নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পনামাফিক হামলা? দুর্ঘটনার কবলে মালদহের ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরীর গাড়ি। মিল্কি ফাঁড়ির পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
শুক্রবার সন্ধ্যায় মালদহের মাণিকচকে দলীয় কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানাতে যান ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী। সাক্ষাৎ করার পর বাড়ি ফেরার পথে বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। ঘটনাস্থল ইংরেজবাজারের মিল্কি খাসখল। বাইক আরোহী চার যুবক দ্রুত গতিতে এসে বিধায়কের গাড়ির পিছন দিকে সজোরে ধাক্কা মারে।
[আরও পড়ুন: মাকে বেধড়ক মার! গায়ে কেরোসিন তেল ঢেলে বাড়ি থেকে বের করে দিল ‘গুণধর’ ছেলে]
গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। কাচের টুকরো বিধায়কের হাতে লাগে। তড়িঘড়ি বিধায়কের নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে আসে। চার যুবক বাইক ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। বিধায়কের নিরাপত্তারক্ষীরা দুজনকে হাতেনাতে ধরে ফেলে। আর দুজন পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিল্কি ফাঁড়ির পুলিশ। তবে এটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা, তা এখনও পরিষ্কার হয়নি। মিল্কি ফাঁড়ির পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।