shono
Advertisement

‘ভাবনা বদলাও‘, দলিতকে বিয়ের পর বিজেপি বিধায়ক বাবাকে পরামর্শ মেয়ের

‘বাবা বলে ডেকো না’, মেয়েকে বার্তা বিজেপি বিধায়কের৷ The post ‘ভাবনা বদলাও‘, দলিতকে বিয়ের পর বিজেপি বিধায়ক বাবাকে পরামর্শ মেয়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:37 PM Jul 12, 2019Updated: 08:37 PM Jul 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলিত ছেলেকে বিয়ে নিয়ে আপত্তির অভিযোগ তুলে বিজেপি বিধায়ক বাবাকে ভাবনাচিন্তা বদলানোর পরামর্শ দিলেন মেয়ে৷ বৃহস্পতিবার থেকে বিজেপি বিধায়ক রাজেশ মিশ্র মেয়ে সাক্ষীর বিস্ফোরক অভিযোগ ঘিরে সরগরম রাজনীতির আঙিনা৷ বিধায়ক বাবার বিরুদ্ধে মেয়ে-জামাইকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁর মেয়ে৷ যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন বিধায়ক স্বয়ং৷

Advertisement

[ আরও পড়ুন: বলিউডের গানের তালে জওয়ানদের প্যারেড, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়]

দাদার বন্ধু অজিতেশের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাক্ষীর৷ পরিবারের বিরুদ্ধে গিয়ে গত বৃহস্পতিবার দুজনে বিয়ে করেন তাঁরা৷ অভিযোগ, তারপর থেকে বিজেপি বিধায়ক বাবা প্রাণনাশের হুমকি দিচ্ছেন তাঁদের৷ তাই আতঙ্কে গা ঢাকা দিতে হচ্ছে বলেই দাবি তাঁদের৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে পুলিশের কাছে নিরাপত্তার আরজিও জানান সাক্ষী৷ ইতিমধ্যেই এলাহাবাদ হাই কোর্টে মামলাও রুজু করেছেন সাক্ষী এবং তাঁর স্বামী অজিতেশ৷ বিজেপি বিধায়কের মেয়ের বিস্ফোরক অভিযোগের ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়৷ আতঙ্কিত সাক্ষীই এখন চলে এসেছেন সংবাদ শিরোনামে৷

সম্প্রতি একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের লাইভ চ্যাট শো-তে উপস্থিত হন সাক্ষী৷ বাবা রাজেশ মিশ্রর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে গিয়ে প্রায় কেঁদে ফেলেন অভিমানী কন্যা৷ ভেজা চোখে কাঁপা গলায় সাক্ষী বলেন, ‘‘আমার অনেক স্বপ্ন রয়েছে৷ আমি আরও পড়তে চাই৷ আমি আমার বাবাকে তাঁর সঙ্গে কাজ করতে দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম৷ কিন্তু বাবা সুযোগ দেননি৷ ব্যাপারটা গুরুত্ব দিয়েও দেখেননি৷’’

[ আরও পড়ুন: ‘আস্থা ভোটের জন্য প্রস্তুত’, বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে ঘোষণা আত্মবিশ্বাসী কুমারস্বামীর]

মেয়ের তোলা অভিযোগ বারবারই খারিজ করে দিয়েছেন বিজেপি বিধায়ক বাবা রাজেশ মিশ্র৷ বিয়েতে আপত্তি থাকার কথা স্বীকার করে নিয়েছেন তিনি৷ তবে স্বপক্ষে যুক্তিও দিয়েছিলেন বিজেপি বিধায়ক৷ তাঁর দাবি, অজিতেশ এবং সাক্ষীর বয়সের পার্থক্য অনেকটা৷ বয়স বেশি হওয়ার পাশাপাশি অজিতেশ সুপ্রতিষ্ঠিত নন বলেও দাবি তাঁর৷ তাই মেয়ের বিয়ে অন্যত্র হোক, এমনই চেয়েছিলেন রাজেশ মিশ্র৷ প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং পরে লাইভ অনুষ্ঠানে মেয়ের অভিযোগ কানে গিয়েছে বাবার৷ লাইভ অনুষ্ঠানে মেয়ের বার্তার পর নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন বিজেপি বিধায়ক৷ তিনি বলেন, ‘‘আমি চাই মেয়ে সুখে থাক৷ তবে এত অপমানের পর সাক্ষীকে বলছি আমাকে আর কখনও বাবা বলে ডেকো না৷’’

The post ‘ভাবনা বদলাও‘, দলিতকে বিয়ের পর বিজেপি বিধায়ক বাবাকে পরামর্শ মেয়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement