সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের জলে যখন অরুণ জেটলিকে চিরবিদায় জানাচ্ছেন নেতা-মন্ত্রীরা, তখন চোর ব্যস্ত চুরি করতে। প্রাক্তন অর্থমন্ত্রীর শেষকৃত্যে হাজির অন্তত পাঁচজন বিশিষ্ট ব্যক্তির স্মার্টফোন খোয়া গিয়েছে বলে খবর। যদিও অন্য একটি সূত্রের খবর, কমপক্ষে এগারো জনের ফোন চুরি হয়েছে। আর সেই তালিকায় রয়েছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও। সাধের মোবাইল চুরি গিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সোম প্রকাশেরও।
[আরও পড়ুন: কেন্দ্রকে সাহায্যে বড় সিদ্ধান্ত নিল RBI, রাজকোষ থেকে দেওয়া হচ্ছে ১.৭৬ লক্ষ কোটি টাকা]
গত শনিবার দিল্লির এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ অরুণ জেটলি। রবিবার তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লি পৌঁছেছিলেন বাবুল সুপ্রিয়ও। সেখানেই তাঁর ফোনটি চুরি যায়। আসানসোলের সাংসদ জানান, তিনি একা নন, ফোন খোয়া গিয়েছে তাঁর ব্যক্তিগত সচিবেরও। বাবুলের কথায়, “ওখানে এক জায়গায় অনেকটা জল জমে গিয়েছিল। সেই কারণে সেখানে ভিড় জমেছিল। আমার মনে হয়, ছিনতাইবাজ সেই জায়গাটা থেকেই অতিথিদের মোবাইল চুরি করেছে। আমরা অভিযোগ জানিয়েছি। ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।” বাবুল আরও জানান, সেসময় প্রত্যেক ১০-১৫ মিনিট অন্তর কেউ না কেউ মোবাইল হারানোর কথা বলছিলেন। যদিও এবিষয়ে তিনি পুলিশকে দোষারোপ করতে চাননি।
কিন্তু যে স্থানে এত বিশিষ্টজনের ভিড়, সেখানে এভাবে মোবাইল চুরি হলে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠেই যায়। এ ব্যাপারে সাংসদের দাবি, পুলিশের পক্ষে প্রত্যেক ছিনতাইবাজকে এভাবে নজরে রাখা সম্ভব নয়। তবে সেখানে আরও কিছু সিসিটিভি থাকলে অপরাধী ধরতে পুলিশের নিঃসন্দেহে অনেক বেশি সুবিধা হত। এদিকে, দিল্লি পুলিশের অ্যাডিশনাল পাবলিক রিলেশন অফিসার অনিল মিত্তল বলেন, বাবুল সুপ্রিয়, তাঁর ব্যক্তিগত সচিব ধর্মেন্দ্র কৌশল, সোম প্রকাশ এবং আরও দুই ব্যক্তি বিনোদ কুমার ও রত্তন দোগরার অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি এফআইআর করা হয়েছে। মোবাইলগুলির খোঁজ চলছে।
[আরও পড়ুন: ফের কেন্দ্রের আমন্ত্রণ উপেক্ষা! অমিত শাহর ডাকা মাও দমন বৈঠকে গেলেন না মমতা]
The post জেটলির শেষকৃত্যে চুরি গেল একগুচ্ছ মোবাইল, স্মার্টফোন খোয়ালেন বাবুলও appeared first on Sangbad Pratidin.