shono
Advertisement

‘রাস্তায় বসে নমাজ পড়লে নেওয়া হবে ব্যবস্থা’, বেফাঁস মন্তব্যে বিতর্কে বিজেপি সাংসদ

সাংসদের এই মন্তব্যকে হাতিয়ার করেছে বিরোধীরা৷ The post ‘রাস্তায় বসে নমাজ পড়লে নেওয়া হবে ব্যবস্থা’, বেফাঁস মন্তব্যে বিতর্কে বিজেপি সাংসদ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:15 PM Jun 05, 2019Updated: 03:15 PM Jun 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের দিনই নমাজ পাঠ নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ ভোলা সিংয়ের৷ তিনি বললেন, ‘‘রাস্তায় নমাজ পাঠ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’’ উত্তরপ্রদেশের বুলন্দশহরের সাংসদের মন্তব্যকে হাতিয়ার করেই সমালোচনায় সরব বিরোধীরা৷ কীভাবে একজন সাংসদ একথা বলতে পারেন, সেই প্রশ্ন করছেন সকলেই৷

Advertisement

[ আরও পড়ুন: কনভয় থামিয়ে ক্যানসার আক্রান্তের পাশে জগন, দিলেন ২০ লক্ষ টাকার আর্থিক সহায়তা]

এক মাস ধরে চলা রমজানের পর বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ৷ চতুর্দিকেই চলছে নমাজ পাঠ৷ মসজিদের পাশাপাশি মসজিদ সংলগ্ন রাস্তাতেও অনেক সময় নমাজ পাঠ করে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা৷ পবিত্র ইদের দিনেই এই ইস্যুতে মুখ খুলে বিতর্কের জন্ম দিলেন বিজেপি সাংসদ ভোলা সিং৷ উত্তরপ্রদেশের বুলন্দশহরের সাংসদ বলেন, ‘‘উৎসব পালন করতে গিয়ে অপরের সমস্যার কারণ হয়ে দাঁড়ানো মোটেও ভাল কথা নয়৷ হিন্দুরা গোটা দেশজুড়ে হোলি, দিওয়ালি, রাখিবন্ধনের মতো নানা উৎসব পালন করে৷ তবে তার জন্য কারও অসুবিধা হয় না৷ তাই অন্যান্য সম্প্রদায়ের উৎসবের জন্য কারও কোনও অসুবিধা কাম্য নয়৷ প্রার্থনার জন্য মুসলমান ধর্মাবলম্বীদের নির্দিষ্ট জায়গা আছে৷ রাস্তায় বসে তা চলবে না৷ অন্যথা হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’’

[ আরও পড়ুন: ইসলামিক স্টেটের দেওয়াল লিখনে মহেন্দ্র সিং ধোনির নাম, জারি হাই অ্যালার্ট]

শুধু ভোলা সিংই নন৷ তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মহরম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন৷ লোকসভা নির্বাচনী আবহে বাংলায় প্রচারে আসেন তিনি৷ মঞ্চ থেকে দুর্গাপুজোর বিসর্জন এবং মহরম একই দিনে হওয়ার ইস্যুকে টেনে যোগী বলেছিলেন, ‘‘দুর্গাপুজো এবং মহরম প্রায় একসঙ্গে পড়ে গিয়েছিল৷ উত্তরপ্রদেশ, বাংলাতেও তাই ছিল৷ উত্তরপ্রদেশে সবাই বলল কীভাবে পুজো হবে? আমি বলি যখন হওয়ার কথা তখনই পুজো হবে৷ প্রয়োজন হলে মহরমের তাজিয়া বেরনোর সময় বদলে দিন৷’’ তার আগে একবার মাজার পরিদর্শনে গিয়েও ফেজ টুপি পরতে অস্বীকার করেছিলেন যোগী আদিত্যনাথ৷ একের পর এক ঘটনায় বারবারই সামনে এসেছে যোগীর ইসলাম বিদ্বেষী মনোভাব৷ আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ভোলা সিং৷ ইদের দিন একজন সাংসদের ধর্মকেন্দ্রিক এহেন বেফাঁস মন্তব্য নিয়ে উঠেছে সমালোচনার ঝড়৷ 

The post ‘রাস্তায় বসে নমাজ পড়লে নেওয়া হবে ব্যবস্থা’, বেফাঁস মন্তব্যে বিতর্কে বিজেপি সাংসদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement