shono
Advertisement

আইএনএ-র প্রতিষ্ঠা দিবস পালন করবে মোদি সরকার

অনুষ্ঠানটি হবে ২১ অক্টোবর। The post আইএনএ-র প্রতিষ্ঠা দিবস পালন করবে মোদি সরকার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:22 PM Oct 16, 2018Updated: 07:22 PM Oct 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্দার বল্লভ ভাই প্যাটেলের পর এবার সুভাষ চন্দ্র বোসকে সম্মান জানানোর উদ্যোগ নিল বিজেপি। ২১ অক্টোবর আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ৭৫তম প্রতিষ্ঠা দিবসে তাদের সম্মান জানাবে গেরুয়া শিবির। জানা গিয়েছে, দলের তরফ থেকে দিল্লি ও আন্দামান ও নিকোবর দ্বীপে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

প্রকাশ্যে বন্দুক হাতে মহিলাকে হুমকি প্রাক্তন সাংসদের ছেলের, ভাইরাল ভিডিও ]

সেদিন লালকেল্লায় পতাকা তোলা হবে। পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া সেদিন আজাদ হিন্দ মিউজিয়ামেরও উদ্বোধন হবে। প্রধানমন্ত্রীই সেটি উদ্বোধন করবেন। নেতাজির প্রপৌত্র ও বঙ্গ বিজেপির ভাইস প্রেসিডেন্ট চন্দ্র কুমার বোস ও SNSMT-র চেয়ারম্যান সুপর্ণ সতপথেও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। সম্মান জানানো হবে আইএনএ-র বিপ্লবী ও ভারতীয় সেনার জওয়ানদের। অনুষ্ঠানের আগে সুপর্ণ সতপথে বলেছেন, ভারতের ইতিহাস সঠিকভাবে লেখা উচিত। আমাদের সরকার ১৯৪৩ সালের ২১ অক্টোবর তৈরি হয়েছিল। ১৯৪৭ সালের ১৫ আগস্ট নয়। নেতাজি সুভাষ চন্দ্র বোস সিঙ্গাপুরে ওইদিনই আজাদ হিন্দ ফৌজ সরকার প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৪৪ সালের ১৪ আগস্ট আইএনএ-র বাহাদুর ব্রিগেড গঠিত হয়। কর্নেল সওকত আলি মালিক ইন্দো-মায়ানমার সীমান্তের মোইরাং শহরে এটি শুরু করেন।

স্যুটকেসে মিলল মডেলের দেহ, গ্রেপ্তার পড়ুয়া ]

সেই সময় ১১টি দেশ আজাদ হিন্দ গঠিত সরকারকে মান্যতা দিয়েছিল। আইএনএ-র যে সব বিপ্লবীরা এখনও জীবিত রয়েছেন, তাঁরাও ২১ অক্টোবরের অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ললতি রাম, জাগির সিং, প্রমানন্দ, জগ রাম, রাম গোপাল-সহ অনেকে। থাকবেন ভারতীয় সেনার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জি ডি বক্সি। তিনি  ‘বোস অউর গান্ধি- হু গট ইন্ডিয়া হার ফ্রিডম’ লিখেছেন। সেদিন পতাকা উত্তোলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পোস্টাল স্ট্যাম্পও ইস্যু করবেন। যাবেন আন্দামানের সেলুলার জেলেও।

ঋণের পরিবর্তে শারীরিক সম্পর্কের প্রস্তাব! ব্যাংক ম্যানেজারকে বেধড়ক মার মহিলার ]

The post আইএনএ-র প্রতিষ্ঠা দিবস পালন করবে মোদি সরকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement