সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বাংলা-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর মসনদে কে বসবে? সেই নিয়েও দেশজু়ড়ে উন্মাদনা তুঙ্গে। এই পরিস্থিতিতে সে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে AIADMK-র সঙ্গেই জোট করে লড়তে চলেছে বিজেপি। শনিবার এমনটাই জানালেন BJP’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।
বর্তমানে দু’দিনের তামিলনাড়ু (Tamil Nadu) সফরে গিয়েছেন নাড্ডা। শুক্রবার রাতেই মাদুরাই পৌঁছন তিনি। এরপর এদিন মাদুরাইয়ের (Madurai) বিখ্যাত মিনাক্ষী মন্দিরে যান তিনি। তারপর সেখান থেকেই যোগ দেন দলের কোর কমিটির বৈঠকে। আলোচনা সারেন বিজেপির একাধিক নেতৃত্বের সঙ্গেও। এখানেই শেষ নয়, এরপর আরও বেশ কয়েকটি বৈঠকে যোগদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারপরই একটি ব়্যালিতে যোগদান করেন। সেখান থেকেই রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য AIADMK-র সঙ্গে জোটের কথা ঘোষণা করেন।
[আরও পড়ুন: ৫০ বছর কাটিয়েছেন গুহায়, রাম মন্দির নির্মাণে সেই সন্ন্যাসীই দিলেন এক কোটি টাকা]
গতবারও বিধানসভা নির্বাচনে জোট বেঁধেই লড়েছিল AIADMK এবং বিজেপি। কিন্তু এবার শুরু থেকেই এই জোট হওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল। এমনকী প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে মুখও খুলেছিল AIADMK নেতৃত্ব। তবে এবার নাড্ডা নিজের রাজ্য সফরেই ফের জোটের কথা ঘোষণা করে দিলেন।