নন্দিতা রায়, নয়াদিল্লি: বঙ্গ বিজেপিতে কী চলছে তা জানতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে দিল্লিতে দলের সদর দপ্তরে তলব করেছেন। বুধবার বিকেলে নাড্ডার সঙ্গে সেখানেই বৈঠক করেছেন দিলীপ। সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতেই ছিলেন দিলীপ (Dilip Ghosh)। এদিন সকালেই তাঁর কলকাতা ফিরে যাওয়ার টিকিটও কাটা ছিল। কিন্তু নাড্ডার জরুরি তলবের পরে সেই টিকিট বাতিল করেন তিনি।
দিলীপকে নাড্ডার ডেকে পাঠানো তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, দিন কয়েক আগেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মেদিনীপুরের দলীয় বৈঠকে রাজ্য ক্ষমতায় আসার জন্য বিজেপি এখনও তৈরি নয় থেকে দলের খামতি নিয়ে নানান কথা বলেছিলেন। সেই বিষয়টি প্রকাশ্যে আসাতে ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি সাম্প্রতিককালে সুকান্তর করা বিভিন্ন মন্তব্য নিয়েও শীর্ষ নেতারা অসন্তুষ্ট বলেই শোনা গিয়েছে। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ার মতো ঘটনাও নজরে রয়েছে কেন্দ্রীয় নেতাদের। বঙ্গ বিজেপির অন্দরে ঠিক কী চলছে তা জানতেই নাড্ডা দিলীপকে তলব করেছেন। আগামী দিনে সুকান্তকেও তলব করার সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন: কোন্দল আড়াল করার চেষ্টা! অমিত শাহর বৈঠকে নিমন্ত্রিতদের তালিকায় কাটছাঁট বঙ্গ বিজেপির]
শুধু বঙ্গ বিজেপির অন্দরের তথ্য সংগ্রহই নয় দলের কেন্দ্রীয় নেতাদের বাংলা সফরে যাওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করেই এগোতে চাইছে বিজেপির শীর্ষ নেতারা। নাড্ডার সঙ্গে দিলীপের বৈঠকে বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে আলোচনার পাশাপাশিই রাজ্যে কোন কোন বুথে বিজেপি (BJP) অত্যন্ত দুর্বল সেই সংক্রান্ত রিপোর্ট কেন এখনও পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা পড়েনি সে বিষয়েও আলোচনা হয়েছে। কাজ না করে দলের নেতারা যে নিজেদের মধ্যে বাক-বিতন্ডা ও ঝগড়াতেই মেতে রয়েছেন তা নিয়ে নাড্ডা রীতিমত উষ্মাপ্রকাশ করেছেন বলেই সূত্রের খবর। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপির কর্মকাণ্ডে কেন্দ্রীয় বিজেপি নেতারা এতটাই বিরক্ত হয়ে রয়েছেন যে, কোনও কেন্দ্রীয় নেতাই বঙ্গ বিজেপির কোনও অনুষ্ঠান বা কর্মসূচিতে আসতে চাইছেন না।
[আরও পড়ুন: ‘৯৭ হাজার কোটি টাকার বকেয়া আগে শোধ করুন’, পেট্রোপণ্যের দাম নিয়ে মোদিকে জবাব মমতার]
প্রায় মাসখানেক ধরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলাতে আসবেন, বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে শোনা গেলেও এখনই বাংলাতে আসার কোনও পরিকল্পনাই নাড্ডার নেই। বরং বঙ্গ বিজেপির অন্দরে কী কী গোলমাল চলছে, সেই সংক্রান্ত বিশদ তথ্য সংগ্রহ করার পরেই প্রয়োজনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ( সংগঠন) বি এল সন্তোষকে (BL Santosh) পাঠানো হতে পারে। একমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) আগামী মাসের শুরুতে বাংলা সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শাহ মূলত সরকারি অনুষ্ঠানে যোগ দিতেই সেখানে যাবেন। সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়াগতেই দু’টি দলীয় বৈঠক করতে পারেন। তবে, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয় বলেই সূত্রের খবর।