shono
Advertisement

রাজনৈতিক মতভেদ ভুলে করোনা আক্রান্ত নাড্ডার দ্রুত আরোগ্য কামনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সদ্য বাংলা থেকে ফিরেছেন নাড্ডা।
Posted: 05:58 PM Dec 13, 2020Updated: 08:03 PM Dec 13, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত (Corona Virus) বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। রবিরার টুইট করে নিজেই এ খবর জানালেন। কোনও শারীরিক সমস্যা না থাকায় আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাবধানতা অবলম্বন করছেন। খবর পেয়েই টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

Advertisement

সদ্য বাংলা থেকে দু’দিনের সফর সেরে দিল্লি ফিরেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপরই তাঁর শরীরে সামান্য উপসর্গ দেখা দেয়। সাবধানতা অবলম্বন করে কোভিড পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসে। ফলে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের হোম আইসোলেশনে থাকার ও কোভিড পরীক্ষা করানোর আরজি জানিয়েছেন নাড্ডা। 

[আরও পড়ুন : বিয়ের আসরে শূন্যে গুলি বর-কনে দুপক্ষেরই! বাধা দিতে গিয়ে বেঘোরে প্রাণ গেল যুবকের]

গত কয়েকদিন একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জেপি নাড্ডা। কৃষকদের ক্ষোভ মেটাতে প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া বৈঠকে হাজির ছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন করোনাজয়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এরপর বঙ্গ সফরে আসেন তিনি। সেই সফরের প্রথমদিন কলকাতায় হেস্টিংস অফিসে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কথা বলেছেন কর্মীদের সঙ্গেও।  সেই সময় বহু মানুষ তাঁর সংস্পর্শে এসেছেন। 

শুধু হেস্টিংস হাউজ নয়, পরদিন আবার ডায়মন্ড হারবারেও দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গী ছিলেন কৈলাস বিজয়বর্গীয়ও, মুকুল রায়, দিলীপ ঘোষরা। এমনকী, সেখানে একটি আশ্রমে সেদিন দুপুরে খাওয়া-দাওয়াও সেরেছিলেন। কলকাতা থেকে ফেরার পরই করোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। খবর পেতেই রাজনৈতিক আঁকচাআঁকচি সরিয়ে রেখে এদিন সন্ধেয় টুইট করে মুখ্যমন্ত্রী খেলেন, “খবর পেলাম জেপি নাড্ডা করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর এবং তাঁর পরিবারের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।”  

[আরও পড়ুন : ওড়িশায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement