রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পুজোর কলকাতায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। তেমনটাই খবর বিজেপি সূত্রে। সব ঠিক থাকলে ষষ্ঠীর দিন নাড্ডা আসতে পারেন শহরে।
চব্বিশের নির্বাচনের আগে দুর্গাপুজোকে জনসংযোগের মাধ্যম করার নির্দেশ এসেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে। রাজ্যে দলের সাংসদ, বিধায়কদের নিজের এলাকায় কমপক্ষে ১০০ টি পুজোর সঙ্গে যুক্ত থাকার কথা বলা হয়েছে। কলকাতায় একাধিক বড় দুর্গাপুজোর সঙ্গে জড়িত রয়েছেন তৃণমূলের নেতা, মন্ত্রীরা। সেখানে কলকাতা ও শহরতলিতে হাতে গোনা দু-একটি পুজোতে বিজেপির প্রভাব রয়েছে। সেটা বাড়ানোর চেষ্টা গত দু তিন বছরে একাধিক বার করেছে বিজেপি (BJP)। কিন্তু তেমন সাফল্য আসেনি।
[আরও পড়ুন: বিহারে ট্রেন দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৪, আহত বহু]
এবছরও সেভাবে বড় কোনও পুজোতে বিজেপি নেতাদের সক্রিয় অংশগ্রহণ নেই। একমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর হর্তাকর্তা বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। বিজেপি সূত্রের খবর, জে পি নাড্ডাকে সজল ঘোষের পুজোতেই আনতে চলেছে রাজ্য নেতৃত্ব। এ ছাড়াও দলের কেন্দ্রীয় সভাপতির ঘুরে দেখার কথা উত্তর কলকাতার বেশ কয়েকটি পুজো। তবে নাড্ডা শহরের কোন কোন পুজোয় যাবেন, তার চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি।
[আরও পড়ুন: রক্তাক্ত ইজরায়েলে আটকে বহু ভারতীয়, নিরাপত্তার আশ্বাস রাষ্ট্রদূতের]
২০২১ বিধানসভা নির্বাচনের আগের বছর অর্থাৎ ২০২০ সালে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিতে প্রভাব বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছিল বিজেপি। সেবার ইজেডসিসিতে দলীয় পুজো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সে বছর পুজোর সময় রাজ্যে এসেছিলেন অমিত শাহও। এবারে বিজেপি আর দলীয় ব্যানারে পুজো করছে না। পুজো করার জন্য ‘ভারতীয় সংস্কৃতি মঞ্চ নামের একটি মঞ্চ তৈরি হয়েছে। যাতে যুক্ত রয়েছেন দলের সাংস্কৃতিক সেলের নেতারা। তবুও শাহকে আনার চেষ্টা চলছে।