shono
Advertisement

‘গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে’, কিষাণ মোর্চার মিছিল থেকে তোপ দিলীপের

বিজেপির কিষাণ মোর্চার বিধানসভা অভিযান ঘিরে উত্তপ্ত রানি রাসমণি রোড৷ The post ‘গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে’, কিষাণ মোর্চার মিছিল থেকে তোপ দিলীপের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:41 PM Nov 20, 2018Updated: 04:41 PM Nov 20, 2018

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কৃষকদের৷ এই অধিকার অর্জনের জন্য প্রাণপণ লড়াই চালাবে বিজেপি৷ মঙ্গলবার কিষাণ মোর্চার ডাকে বিধানসভা অভিযানে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ পাশাপাশি, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানালেন, ‘রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে৷’

Advertisement

[বিদেশ ভ্রমণের নামে আর্থিক প্রতারণা, পুলিশের দ্বারস্থ প্রতারিত]

রাজ্য সরকারের বিরুদ্ধে কৃষক বঞ্চনার অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিজেপির কৃষক মোর্চা৷ যাতে পা মেলান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কিষাণ মোর্চার সভাপতি রামকৃষ্ণ পাল-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব৷ রাজ্য সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতিতে কৃষকরা অসুবিধার মুখে পড়ছে বলে অভিযোগ করেন বিজেপি নেতারা৷ এদিন রাজ্য বিজেপি দপ্তর থেকে শুরু করে ধর্মতলা হয়ে রানি রাসমণি রোডে শেষ হয় কিষাণ মোর্চার এই বিক্ষোভ মিছিল৷ সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি সমর্থকরা৷ ভাঙার চেষ্টা করেন ব্যারিকেড৷ কিন্তু প্রশাসনের তৎপরতায় বেশিক্ষণ স্থায়ী হয়নি উত্তপ্ত পরিস্থিতি৷ মিছিলের মোকাবিলা করতে প্রথম থেকেই প্রস্তুত ছিল পুলিশ৷ শীর্ষ আধিকারিকদের তত্ত্বাবধানে দ্বিস্তরীয় নিরাপত্তার বলয় তৈরি করা হয় রানি রাসমণি রোডে৷ প্রথমে ব্যারিকেড ও তারপর গার্ডরেলের ব্যবস্থা করা হয়৷ নিয়োগ করা হয় প্রচুর পুলিশ কর্মী৷ মিছিল শেষে বিজেপি নেতারা বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে চান৷ কিন্তু আগাম অনুমতি না থাকায় তাঁদের বিধানসভায় যেতে দেননি পুলিশ আধিকারিকরা৷

[রাজ্যে এখন সবাই খেতে পায়, শবর মৃত্যুতে অনাহারের তত্ত্ব খারিজ মুখ্যমন্ত্রীর]

উনিশের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে জমি শক্ত করতে এবং কৃষকদরদি ভাবমূর্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বিজেপির এই বিধানসভা অভিযান বলে মনে করছে রাজনৈতিক মহল৷ বিধানসভার  চলছে শীতকালীন অধিবেশন৷ সে কারণেই এই সময়কে বেছে নেওয়া হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর৷ লোকসভা নির্বাচনে এরাজ্যে প্রায় ২০টি আসনকে টার্গেট করেছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ সেই লক্ষ্যে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে গেরুয়া শিবির৷ সেজন্য আগামী ৭ ডিসেম্বর থেকে রথযাত্রা কর্মসূচি শুরু করবে বিজেপি৷ কোচবিহার, সাগর ও তারাপীঠ থেকে শুরু হবে রথযাত্রা৷ উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷ বিজেপি সূত্রে খবর, ৭ ডিসেম্বর কোচবিহার থেকে এই কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এরপরই আগামী বছর ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ব্রিগেডে বড় জনসভার কর্মসূচি রয়েছে গেরুয়া শিবিরের৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপির এই পরপর কর্মসূচি থেকেই স্পষ্ট যে, লোকসভার আগে মমতা সরকারকে চাপে রাখাই তাঁদের একমাত্র লক্ষ্য৷

The post ‘গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে’, কিষাণ মোর্চার মিছিল থেকে তোপ দিলীপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement