রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপিতে যাঁরা কেন্দ্রীয় নিরাপত্তা পান, তাঁদের প্রত্যেকেরই নিরাপত্তার প্রয়োজনীয়তা পর্যালোচনায় নেমেছে স্বরাষ্ট্রমন্ত্রক। গুরুত্ব বুঝেই নিরাপত্তা দেওয়া হবে। এমনটাই খবর দলীয় সূত্রে। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরই এই নিরাপত্তার বিষয়টি দেখে। তাদের সুপারিশেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিরাপত্তা মোতায়েন করে। পশ্চিমবঙ্গ বিজেপিতে বর্তমানে শীর্ষ নেতাদের কয়েকজনের পাশাপাশি আরও কয়েকজন মাঝারি মাপের নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে থাকেন। প্রত্যেকের নিরাপত্তার বিষয়টিই পর্যালোচনা করে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তিতে কাটল জট, ১৪ দিনের অনশনে ইতি প্রাথমিক শিক্ষকদের]
দলীয় সূত্রে খবর, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নিরাপত্তা বাড়তে চলেছে। বর্তমানে দিলীপবাবু ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন। এবার জেড ক্যাটেগরির নিরাপত্তা পেতে চলেছেন তিনি। এছাড়া, গুরুত্ব অনুযায়ী শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা বাড়ানো বা কমানো হতে পারে। তবে ছাড়া রাজ্য বিজেপিতে সদ্য আসা কয়েকজনের নিরাপত্তা তুলে নেওয়া হতে পারে বলে খবর। কয়েকজন সাংসদকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সাংসদ লকেট চট্টোপাধ্যায় কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন। দিলীপ ঘোষ আগে থেকেই নিরাপত্তা পান। এছাড়া বাংলা থেকে নির্বাচিত বাকি ১৭জন সাংসদদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
গুরুত্ব অনুযায়ী শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা বাড়ানো বা কমানো হতে পারে। তবে ছাড়া রাজ্য বিজেপিতে সদ্য আসা কয়েকজনের নিরাপত্তা তুলে নেওয়া হতে পারে বলে খবর। কয়েকজন সাংসদকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
[আরও পড়ুন: ‘উৎসব বন্ধ করে এঁদের টাকা আগে মেটান’, শিক্ষকদের অনশন নিয়ে মমতাকে খোঁচা অপর্ণার]
সূত্রের খবর, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরই নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। প্রয়োজন নেই এরকম কারও জন্য নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে না। অর্থাৎ গুরুত্ব বুঝেই নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। উল্লেখ্য, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বেশ কয়েকজন নেতা দলে যোগ দিয়েই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছিলেন। যা অনেকাংশে অপ্রয়োজনীয়। সেই সব নেতাদের নিরাপত্তাতেই করা হতে পারে কাটছাট।
The post জেড ক্যাটেগরিতে দিলীপ! বিজেপির রাজ্য নেতাদের নিরাপত্তা খতিয়ে দেখছে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.