shono
Advertisement

‘মোঘলদের মতোই আমাদের হুমকি দিচ্ছে বিজেপি’, অভিযোগ শিব সেনার

কিছু মানুষ মনে করেন তাঁরা শুধু শাসন করার জন্যেই জন্মেছেন, কটাক্ষ শিব সেনার। The post ‘মোঘলদের মতোই আমাদের হুমকি দিচ্ছে বিজেপি’, অভিযোগ শিব সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:10 PM Nov 02, 2019Updated: 01:14 PM Nov 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মোঘলদের মতোই আমাদের হুমকি দিচ্ছে বিজেপি।’ মহারাষ্ট্রের বিদায়ী অর্থমন্ত্রী ও বিজেপি নেতা সুধীর মুনগন্তীওয়ারের মন্তব্যের প্রেক্ষিতে এই অভিযোগই করল শিব সেনা। ফলাফল প্রকাশের পর থেকেই সরকার গঠন নিয়ে টানাপোড়েন জড়িয়েছে শিব সেনা ও বিজেপি। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে।

Advertisement

[আরও পড়ুন: বদলাচ্ছে রাজধানী এক্সপ্রেসের খাদ্যতালিকা, কী থাকছে মেনুতে?]

শুক্রবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানান মহারাষ্ট্র বিজেপির প্রভাবশালী নেতা সুধীর মুনগন্তীওয়ার। আগামী আট নভেম্বর বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। তার একদিন আগে নতুন সরকার গঠন করতেই হবে বলে উল্লেখ করেন তিনি। আর তা না হলে নিয়ম অনুযায়ী মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে জানান। শনিবার ফের তিনি বলেন, ‘মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হলে এর জন্য দায়ীদের কঠিন শাস্তি পেতে হবে।’ পরপর দুদিন ধরে তাঁর এই ধরনের মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয় রাজ্যজুড়ে। শনিবার এই মন্তব্যকে হুঁশিয়ারিমূলক বিবৃতি বলে অভিযোগ করে শিব সেনা। এই ধরনের মন্তব্য অসাংবিধানিক ও গণতন্ত্রবিরোধী বলেও উল্লেখ করে।

শনিবার দলীয় মুখপত্র সামনার সম্পাদকীয় কলমে বিজেপি ও সুধীর মুনগন্তীওয়ারের প্রবল সমালোচনা করা হয়। মারাঠা ঐতিহ্যকে উসকে দিয়ে অভিযোগ জানানো হয়, মোঘলদের মতোই বিজেপি তাদের হুমকি দিচ্ছে। তাদের কথায়, পরিস্থিত দেখে মনে হচ্ছে আমরা যেন মোঘল যুগে বাস করছি। তবে আইন ও সংবিধান কারোর ক্রীতদাস নয়। মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতির জন্য আমরা যে দায়ী নই তা এরাজ্যের মানুষ জানেন। আর আমরাও আইন এবং সংবিধান সম্পর্কে ওয়াকিবহাল।

[আরও পড়ুন:মন্দার প্রভাব! উৎসবের বাজারেও ব্যাপক হারে কমল জিএসটি আদায়ের পরিমাণ]

এখনও পর্যন্ত মহারাষ্ট্রে সরকার কেন গঠন হল না তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সামনায়। আর তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজেপিকেই দায়ী করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে, এখনও পর্যন্ত কেন মহারাষ্ট্রে সরকার গঠন হল না। যে মানুষরা বলছেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকে হবে, তারা সরকার গঠনের জন্য কেন দাবি তুলছেন না? তাঁরা কি এর জন্য এখন মহারাষ্ট্রের মানুষকেও দায়ী করতে চাইছেন? ওই সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন না পাওয়া মানুষগুলোই আবার মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে বলে হুমকি দিচ্ছেন। আসলে ওই মানুষগুলি মনে করছেন যে তাঁরা শাসন করতেই জন্ম নিয়েছেন।

শিব সেনা ও বিজেপির এই টানাপোড়েনের মধ্যেই শনিবার এনসিপি বিরোধী আসনে বসবে বলেই পরিষ্কার জানিয়ে দেন শরদ পাওয়ার। এর আগে শুক্রবার এই কথা জানিয়ে ছিলেন তাঁর ভাইপো অজিত পাওয়ার। আজ ফের সেই একই কথা বললেন এনসিপি প্রধান।

The post ‘মোঘলদের মতোই আমাদের হুমকি দিচ্ছে বিজেপি’, অভিযোগ শিব সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার