সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে ফের 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। মোদির আর্জি, "এবারের এই হর ঘর তেরঙ্গা কর্মসূচিকে (Har Ghar Tiranga Campaign) গণ আন্দোলনে পরিণত করুন। আমি নিজের ডিপি বদলাচ্ছি, আপনারাও বদলান।"
প্রধানমন্ত্রী নিজের সব সোশাল মিডিয়া হ্যান্ডেলেই 'প্রোফাইল পিকচার' বা 'ডিসপ্লে পিকচার' বদলে ফেলেছেন। প্রধানমন্ত্রীর নিজের ছবির বদলে সেখানে শোভা পাচ্ছে তেরঙ্গা। তার আগেই অবশ্য এক্স হ্যান্ডেলে হর ঘর তেরঙ্গা কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন। দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর আরজি, আপনারাও সোশাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল পিকচার বদলান। সেলফি নিয়ে https://harghartiranga.com -এ আপলোড করারও আরজি জানান মোদি।
[আরও পড়ুন: পাম অ্যাভিনিউয়ের নাম বুদ্ধদেব ভট্টাচার্য সরণী! প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সিদ্ধান্ত পুরসভার]
অন্যান্য বছর ১৫ আগস্টের ২-৩ আগে থেকে জাতীয় পতাকার ডিপি বদলানো শুরু হয়। বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার হিড়িকও পড়ে যায়। এবার সাতদিন আগেই মোদির এই প্রচার কর্মসূচি শুরু হয়ে গেল। বিজেপির অন্যান্য নেতাও এক্স এবং ফেসবুক ছবি পালটাতে শুরু করে দিয়েছেন।
[আরও পড়ুন: মহাপ্রস্থানের পথে ‘বুদ্ধবাবু’, শেষ যাত্রার সারথী হয়ে ‘গর্বিত’, বলছেন শববাহ গাড়ির চালক]
এর আগেও অবশ্য কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার একাধিকবার 'এই হর ঘর তেরঙ্গা' কর্মসূচি করেছে। তাতে সমালোচনাও এসেছে। বিরোধীরা একাধিকবার দাবি করেছেন, এই হর ঘর তেরঙ্গাও বিজেপির 'জাতীয়তাবাদী' এজেন্ডার প্রচার। এমনকী বহু জায়গায় আম নাগরিকদের বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।