shono
Advertisement

বুথ স্তরে শক্তি বাড়াতে নয়া সিদ্ধান্ত, এবার ভোটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকাবে বিজেপি

ভোটারদের কাছে সরাসরি পৌঁছে যেতে সামাজিক মাধ্যমকে ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির।
Posted: 03:41 PM Feb 28, 2023Updated: 04:08 PM Feb 28, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আপনার কি স্মার্টফোন আছে? থাকলেই আপনি রাতারাতি ঢুকে যেতে পারেন বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে। বুথস্তরে শক্তি বাড়াতে এবার সাধারণ ভোটারদেরও হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি (BJP)। সূত্রের খবর, বুথস্তরের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে কোন বুথে কোন কোন ভোটারের নিজস্ব স্মার্টফোন রয়েছে, তার তালিকা তৈরি করতে।

Advertisement

আসলে বুথস্তরে দলের সংগঠন এখন অনেকটাই ভঙ্গুর। পঞ্চায়েত নির্বাচনের আগে তাই ভোটারদের কাছে সরাসরি পৌঁছে যেতে তাই সামাজিক মাধ্যমকে ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির। হোয়াটসঅ্যাপে (WhatsApp) গ্রুপ বানিয়ে সাধারণ ভোটারদের তাতে যুক্ত করলে সহজেই ভোটারদের প্রভাবিত করা যাবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল (Sunil Bansal), মঙ্গল পাণ্ডেরাই নাকি এই নির্দেশ দিয়েছেন।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে ২৩৫টি কেন্দ্র ‘সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত, জোর কড়া চেকিং ও সচেতনতায়]

বিজেপি চাইছে এখন থেকেই ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন সাজাতে। তাই বুথস্তরকে শক্তিশালী করা জরুরি। অথচ, সেই কাজে পদে পদে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মূলত লোকবলের অভাবে। দলের একাংশের অভিযোগ, নিচুতলার সংগঠনের বেহাল দশা। অথচ সংগঠনকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয় কেন্দ্রীয় নেতাদের কাছে। ফলে খাতায় কলমে সংগঠনকে মজবুত মনে হলেও ভোটের বাক্সে তার প্রতিফলন দেখা যায় না। তাই বাস্তব পরিস্থিতি জানতে কার্যকর হতে পারে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার পদ্ধতি।

[আরও পড়ুন: পুরুলিয়া পুলিশের DIB দপ্তরে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ নথি নষ্টের আশঙ্কা]

উল্লেখ্য, এর আগে বুথ কমিটি গড়তে মিসড কল দেওয়ার আবেদন জানানো হয়েছিল গেরুহা শিবিরের তরফে। রাজ‌্য নেতাদের কেন্দ্রীয় নেতৃত্ব বারে বারে বলে আসছেন, শক্তিশালী বুথ কমিটি ছাড়া লড়াই সম্ভব নয়। কিন্তু রাজ্যের প্রায় ৮০ হাজার বুথের অর্ধেকেরও বেশি বুথে গেরুয়া শিবিরের সংগঠন দুর্বল। এই পরিস্থিতিতে আদৌ সোশ্যাল মিডিয়ায় এভাবে জনসংযোগ কতটা যুক্তিযুক্ত দলের অন্দরেই সে প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement