shono
Advertisement

অভিষেকের বাড়ি ঘেরাওয়ের পালটা হুমকি বিজেপির, জবাব দিল তৃণমূলও

নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের পালটা দিল বিজেপি।
Posted: 01:38 PM Feb 19, 2023Updated: 06:31 PM Feb 19, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অভিষেকের ডাকে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়েছে তৃণমূল। রবিবার সকাল থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ চলছে ঘাসফুল শিবিরের। এর মাঝেই পালটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি ঘেরাওয়ের হুমকি দিলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতির কথায়, “ভবিষ্যতে অভিষেকের বাড়িও ঘেরাও করা হতে পারে।” অবশ্য তাঁর হুঁশিয়ারির পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি কুণাল ঘোষ। তাঁর কথায়, “ভুলেও বাড়াবাড়ি করলে স্বাস্থ্যসাথী কার্ডটা রাখবেন। আমরাই বিনামূল্য চিকিৎসাটা করিয়ে দেব।”

Advertisement

বিএসএফের গুলিতে কোচবিহারের রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। এর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো রবিবার কোচবিহারের ভেটাগুড়়ির চৌপট্টিতে অবস্থান মঞ্চে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। প্রশাসন ১৪৪ ধারা জারি করায় মন্ত্রীর বাড়ি ঘেরাও করতে পারেননি তৃণমূল নেতা-কর্মীরা। এর মাঝে শুরু হল রাজনৈতিক চাপানউতোর।

[আরও পড়ুন: ‘আন্দোলন প্রত্যাহার করুন, মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই দেখবে’, DA বিক্ষোভকারীদের আহ্বান তৃণমূলের]

এদিকে রাজ্যের শাসকদলের এই কর্মসূচি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, এভাবে কোনও রাজনৈতিক ব্যক্তির বাড়ি ঘেরাও মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে অভিষেকের বাড়িও ঘেরাও হতে পারে।” পালটা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বিজেপির মুখে এধরনের ব্যক্তি আক্রমণের কথা মানায় না। ওরা তো বলে-বলে, তৃণমূল নেতার বাড়িতে সিবিআই-ইডি পাঠাচ্ছে।” বিজেপিকে তাঁর হুঁশিয়ারি, “ভুলেও যদি বাড়াবাড়ি করতে যান, স্বাস্থ্যসাথী কার্ডটা সঙ্গে রাখবেন, আমরাই বিনামূল্য চিকিৎসাটা করিয়ে দেব।”

[আরও পড়ুন: ১৯-২৫ ফেব্রুয়ারির Horoscope: বৃষ রাশির জাতকদের পদোন্নতির যোগ, আপনার কেমন যাবে সপ্তাহটি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement